Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা বিমানবন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতা বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জুন) রাত ৯টা ২০ মিনিটে আগুন লেগে যায় সেখানে। মুহূর্তে একটা বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা টার্মিনাল এলাকা।

সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘কলকাতা বিমানবন্দরের ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লাগে।

খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত অগ্নিনির্বাপন ইউনিটের দুটি গাড়ি পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যায় আরও দুটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দলও। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানায়নি। তবে সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে ৩ নম্বর গেটের কাছে সিকিউরিটি চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।

পরে বিমানবন্দরের পাঁচটি এবং দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আনন্দবাজার লিখছে, খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও দু’টি ইঞ্জিন আগুন নিয়্ন্ত্রণের জন্য পৌঁছায়।

পাশাপাশি প্রদেশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরাও কলকাতা বিমানবন্দরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে আগুন লাগার কোনো কারণ জানাননি।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনও তথ্য জানায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, রাত সোয়া ৯টা নাগাদ বিমানবন্দরের ৩-এ গেটের কাছে নিরাপত্তা তল্লাশির জায়গার ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। এ সময় বিমানবন্দর চত্বরে উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

কলকাতা বিমানবন্দরে আগুন

প্রকাশের সময় : ১১:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতা বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জুন) রাত ৯টা ২০ মিনিটে আগুন লেগে যায় সেখানে। মুহূর্তে একটা বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা টার্মিনাল এলাকা।

সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘কলকাতা বিমানবন্দরের ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লাগে।

খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত অগ্নিনির্বাপন ইউনিটের দুটি গাড়ি পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যায় আরও দুটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দলও। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানায়নি। তবে সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে ৩ নম্বর গেটের কাছে সিকিউরিটি চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।

পরে বিমানবন্দরের পাঁচটি এবং দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আনন্দবাজার লিখছে, খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও দু’টি ইঞ্জিন আগুন নিয়্ন্ত্রণের জন্য পৌঁছায়।

পাশাপাশি প্রদেশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরাও কলকাতা বিমানবন্দরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে আগুন লাগার কোনো কারণ জানাননি।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনও তথ্য জানায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, রাত সোয়া ৯টা নাগাদ বিমানবন্দরের ৩-এ গেটের কাছে নিরাপত্তা তল্লাশির জায়গার ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। এ সময় বিমানবন্দর চত্বরে উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।