Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার সিনেমায় অপূর্ব, সঙ্গী রাইমা সেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের মাধ্যমে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় জিয়াউল ফারুক অপূর্বর। এবার ভারতের বাংলা সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। পুলিশ-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। অর্থ্যাৎ এতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে পর্দা ভাগ করবেন রাইমা সেন।

এবারই প্রথম কলকাতার কোনো ছবিতে অভিনয় করছেন অপূর্ব। সেকারণে বেজায় উচ্ছ্বসিত তিনি। ভারতীয় গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, ‘আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরও ভালো লাগছে, ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন, সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্র্ধষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার।

তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরোনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়- এমন গল্পেই এগিয়ে যাবে ‘চালচিত্র’ সিনেমাটি।

সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। তিনি অপূর্বের অন্তর্ভুক্তির কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘আমাদের ‘চালচিত্র’ ছবির হাত ধরে ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে অপূর্বর। এমন একটা খবর ঘোষণা করে ভালো লাগছে।’’

জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। এতে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, স্বস্তিকা দত্তসহ অনেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

কলকাতার সিনেমায় অপূর্ব, সঙ্গী রাইমা সেন

প্রকাশের সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের মাধ্যমে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় জিয়াউল ফারুক অপূর্বর। এবার ভারতের বাংলা সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। পুলিশ-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। অর্থ্যাৎ এতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে পর্দা ভাগ করবেন রাইমা সেন।

এবারই প্রথম কলকাতার কোনো ছবিতে অভিনয় করছেন অপূর্ব। সেকারণে বেজায় উচ্ছ্বসিত তিনি। ভারতীয় গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, ‘আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরও ভালো লাগছে, ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন, সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্র্ধষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার।

তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরোনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়- এমন গল্পেই এগিয়ে যাবে ‘চালচিত্র’ সিনেমাটি।

সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। তিনি অপূর্বের অন্তর্ভুক্তির কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘আমাদের ‘চালচিত্র’ ছবির হাত ধরে ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে অপূর্বর। এমন একটা খবর ঘোষণা করে ভালো লাগছে।’’

জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। এতে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, স্বস্তিকা দত্তসহ অনেকেই।