Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বেশির ভাগ পুলিশ সদস্য তাদের কর্মস্থল থেকে পালিয়ে যায়। পরে নোটিশ দিয়ে তাদের কর্মে ফেরায় পুলিশ সদর দফতর। কিন্তু এমন নোটিশ পেয়ে বেশির ভাগজন কাজে যোগ দিলেও এখনো ১৮৭ জন সদস্য কর্মস্থলে এখনও অনুপস্থিত রয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পর গত ১ আগস্ট থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তারা কর্মস্থলে যোগাযোগ না করে অনুপস্থিত রয়েছেন।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে ৯৬ জন (অতিবাস), কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে কর্মস্থলে অনুপস্থিত তিন জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

প্রকাশের সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বেশির ভাগ পুলিশ সদস্য তাদের কর্মস্থল থেকে পালিয়ে যায়। পরে নোটিশ দিয়ে তাদের কর্মে ফেরায় পুলিশ সদর দফতর। কিন্তু এমন নোটিশ পেয়ে বেশির ভাগজন কাজে যোগ দিলেও এখনো ১৮৭ জন সদস্য কর্মস্থলে এখনও অনুপস্থিত রয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পর গত ১ আগস্ট থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তারা কর্মস্থলে যোগাযোগ না করে অনুপস্থিত রয়েছেন।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে ৯৬ জন (অতিবাস), কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে কর্মস্থলে অনুপস্থিত তিন জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।