বিনোদন ডেস্ক :
দক্ষিণি সিনেমা ‘আরআরআর’র সাফল্যে অভনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন রাম চরণ। সিনেমাটির বিজয়রথ এখনও চলছে। একাধিক আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিয়েছে এ ছবি। সর্বশেষে অস্কার দিয়ে হয়েছে ছবিটির ষোলকলা পূর্ণ। ফলস্বরূপ রাম চরণের ক্যারিয়ারও ছুটছে সফলতার হাত ধরে।
বিয়ের দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের বাবা হতে যাচ্ছেন তেলেগু এই অভিনেতা। এই সময়টাতে স্ত্রী উপাসনার পাশে থাকতে তিন মাসের কর্মবিরতি নিলেন তিনি। আপাতত কাজ নয়, সন্তানের আগমনের অপেক্ষায় নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন অভিনেতা।
মে মাসের শেষ দিকেই সন্তান পৃথিবীর আলো দেখতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই অপেক্ষায় দিন গুনছেন রাম চরণ। সন্তানকে স্পর্শ করে জীবন সার্থক করতে চান তিনি, হতে চান ভালো বাবা। তাই এ সময় স্ত্রী উপাসনার পাশে থাকতে চাইছেন তিনি। তার কর্মবিরতিতে যাওয়ার এটিও একটি কারণ। গত দশ বছর ঝড়ের মতো কেটে গেছে রাম-উপাসনার দাম্পত্য। পেশার কারণে রাম চরণ এবং উপাসনা দুজনেই খুব ব্যস্ত ছিলেন। তাই সন্তানের পরিকল্পনা করতে দেরি হলো। অবশেষে সন্তানকে পৃথিবীতে আনছেন দম্পতি।
সদ্য মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরলেন রাম চরণ আর উপাসনা। সূর্যালোকে সামুদ্রিক বাতাস উপভোগ করে মন ভরে গেছে তাদের। বালির উত্তাপে হাতে হাত রেখে বসেছিলেন জুটিতে, মাঝে ছিল নবজাতকের স্পন্দন।
দাম্পত্য জীবনের গত দশ বছর কেটে গেছে ঝড়ের মতো। পেশার কারণেই রাম চরণ এবং উপাসনা দুজনেই খুব ব্যস্ত ছিলেন। তাই সন্তানের পরিকল্পনা করতে দেরি হলো। অবশেষে সন্তানকে পৃথিবীতে আনছেন এই দম্পতি।
যদিও এ নিয়ে নিজেদের মধ্যে আগেই বোঝাপড়া হয়েছিল রাম-উপাসনার। উপাসনা এক সাক্ষাৎকারে বলেন, ‘সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমরা। বিয়ের ১০ বছর পর সন্তান নিচ্ছি। সমাজ কী বলবে, লোকে কী ভাববে— এগুলোয় আমাদের যে কোনো সমস্যা হবে না, তা আমরা আগেই ভেবে রেখেছিলাম।’
রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ ছবির ক্লাইম্যাক্সের কাজ চলছে। ছবিটি পরিচালনা করছেন এস শংকর। এতে রাম চরণ অভিনীত অংশটুকু এই সপ্তাহে বা পরের সপ্তাহের মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। তারপরই বিরতি নেবেন অভিনেতা।