রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর কালুরঘাটে রেলসেতু নির্মাণে সৃষ্ট সব জটিলতা কেটে। বুধবার কালুরঘাট সেতু ও নতুন সেতুর জায়গা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কর্ণফুলী নদীতে কালুরঘাট রেলসেতুর উচ্চতা নিয়ে আপত্তি জানিয়েছিল বিআইডব্লিউটিএ।
আরও পড়ুন : চিলাহাটি-হলদিবাড়ি রেলপথের সংযোগ সম্পন্ন
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, ২০২২ সালের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে। প্রস্তাবিত সেতুতে ডাবল সড়ক ও দুই লাইন বিশিষ্ট রেললাইন (ব্রডগেজ) থাকবে।
মন্ত্রী জানান, সেতুর উচ্চতা নিয়ে নৌ অধিদপ্তরের যে আপত্তি এসেছে তা অচিরেই অভ্যন্তরীণ বৈঠকেই সমাধান করা হবে।