বিনোদন ডেস্ক :
কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান বলিউড অভিনেত্রী কিরণ খের। এবার এ ভাইরাসে ফের আক্রান্ত হলেন অভিনেত্রী-নির্মাতা-প্রযোজক পূজা ভাট।
শুক্রবার (২৪ মার্চ) এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
নিজের অসুস্থতার খবর জানিয়ে টুইটে পূজা ভাট তিনি লেখেন, তিন বছর আগে এই দিনে করোনায় আক্রান্ত হই। দয়া করে সবাই মাস্ক পড়ুন। করোনা কিন্তু ভীষণভাবে রয়েছে। টিকা নেওয়া থাকলেও করোনায় আক্রান্ত হতে পারেন। খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরব।’
পূজার করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। ‘আই অ্যাম’ ছবির পরিচালক অনির লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালোবাসা পাঠালাম।’ বিচলিত হয়ে পড়েছেন পূজার অনুরাগীরাও। তাদের উত্তর দিতে পূজা লেখেন, ‘আপাতত বিন্দুমাত্র ক্ষুধা নেই। বাড়িতে সময় কাটছে ওটিটিতে সিরিজ দেখে।’
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জেনে ভক্তদের অনেকে মন্তব্য করে সুস্থতা কামনা করেছেন। কারো কারো মন্তব্যের জবাবও দিয়েছেন পূজা।
বাবা মহেশ ভাট পরিচালিত ‘ড্যাডি’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে প্রযোজক-নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। গত বছরের ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।