সরকারের নীতিমালা অনুসরণ করে জাতীয় যেকোনো সংকট মোকাবেলায় সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। সশস্ত্র বাহিনী বিভাগের ‘ইন এইড টু সিভিল’-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (এমইডিইভিএসি) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় বিমানবাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (এমইডিইভিএসি) মিশন পরিচালনা করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. একেএম নুরুন্নবীকে হেলিকপ্টারে করে রংপুর হতে ঢাকায় আনা হয়েছে।
আরও পড়ুন : ভ্যাকসিনের পরেও করোনার সংক্রমণ নিয়ে শঙ্কা
শনিবার জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনায় হয়। এক সংবাদবিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. একেএম নুরুন্নবীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রংপুর হতে ঢাকায় আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়।