Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনর মধ্যে ব্রিটেনে অন্যরকম বিয়ের আয়োজন

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ১৯৪ জন দেখেছেন

বিয়ের আসরে নবদম্পতি

করোনার মধ্যে অন্যরকম এক বিয়ে হলো ব্রিটেনে। সেখানে এক ভারতীয় পাত্র-পাত্রী অভিনব উপায়ে বিয়ের অনুষ্ঠান করলেন। অন্যরক বিয়ের সেই আয়োজন ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। লাখ লাখ মানুষ নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

বিয়েতে ভাড়া নেওয়া হয়েছিল গোটা একটি গলফ কোর্স। সমস্ত ব্যবস্থাপনা করেছিল একটি ‘ওয়েডিং প্ল্যানার’ সংস্থাই। অনুষ্ঠানের দিন আগত অতিথিরা কেউই নিজেদের গাড়ি থেকে নামেননি। সেখানে আসার পর প্রথমেই তাদের হ্যান্ডওয়াশ দেওয়া হয়। তারপর দেওয়া হয় স্ন্যাকস।

এরপর প্রত্যেকেই গাড়ি নিয়ে জায়ান্ট স্ক্রিনের সামনে যান। সেখানে হিন্দু মতে চার হাত এক হয়। বিয়েবাড়ি, অথচ খাওয়াদাওয়া হবে না? সেই ব্যবস্থাও ছিল। নিজেদের গাড়ি থেকেই যাতে খাবার অর্ডার করতে পারেন অতিথিরা, সেই ব্যবস্থাও ছিল। আর উপস্থিত ওয়েটাররা তাদের সেই খাবার পৌঁছে দেন। পরে বিশেষ একটি গাড়িতে চেপে অতিথিদের সঙ্গে দেখাও করেন নবদম্পতি।

বিয়ের তারিখ ঠিক ছিল ২০ এপ্রিল। কিন্তু সেসময় করোনার সংক্রমণের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। আর তাই বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিতে হয়েছিল ব্রিটেনের (টক) এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে।

আরও পড়ুন : মহৎ উদ্দেশ্যে ধর্ষিতদের পোশাক নিয়ে প্রদর্শনী

এখন সেই গ্রাফ খানিকটা নামলেও, গোটা দেশেই জারি একাধিক বিধিনিষেধ। করোনা আবহে বিয়ের অনুষ্ঠানেও মাত্র ১৫ জন অতিথিই উপস্থিত থাকতে পারবেন।

কিন্তু বিয়ে করবেন আর বন্ধু–বান্ধব, আত্মীয়স্বজনকে বলবেন না? আর তাই অভিনব উপায় বের করলেন ওই দম্পতি। বিয়ে করলেন। আমন্ত্রণ জানালেন সবাইকে। আর বরকনের চার হাত এক হওয়ার দৃশ্য অতিথিরা লাইভ দেখলেন জায়েন্ট স্ক্রিনে।

তাও আবার যে যার নিজেদের গাড়ির মধ্যে বসে। অর্থাৎ সংক্রমণের আশঙ্কাও রইল না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রোমা পোপাট এবং ভিনাল প্যাটেলের সেই ‘ড্রাইভ ইন’ (উৎরাব ওহ) বিয়ের ভিডিও।

ভারতীয় মিডিয়ার খবর করোনাকালে অভিনব উপায়ে বিয়ে করে কিন্তু কম রোমাঞ্চিত নন নবদম্পতি। পাত্রী রোমা বলছেন, আমরা ভেবেছিলাম এ বছর আর আমাদের বিয়েই হবে না। কারণ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু–বান্ধবের সংখ্যা অনেক বেশি। তারা যাতে সবাই উপস্থিত থাকতে পারে, আমরা এটাই চাইছিলাম। তবে এভাবে বিয়েটাও কিন্তু দুর্দান্ত ছিল।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

করোনর মধ্যে ব্রিটেনে অন্যরকম বিয়ের আয়োজন

প্রকাশের সময় : ০৬:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০

করোনার মধ্যে অন্যরকম এক বিয়ে হলো ব্রিটেনে। সেখানে এক ভারতীয় পাত্র-পাত্রী অভিনব উপায়ে বিয়ের অনুষ্ঠান করলেন। অন্যরক বিয়ের সেই আয়োজন ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। লাখ লাখ মানুষ নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

বিয়েতে ভাড়া নেওয়া হয়েছিল গোটা একটি গলফ কোর্স। সমস্ত ব্যবস্থাপনা করেছিল একটি ‘ওয়েডিং প্ল্যানার’ সংস্থাই। অনুষ্ঠানের দিন আগত অতিথিরা কেউই নিজেদের গাড়ি থেকে নামেননি। সেখানে আসার পর প্রথমেই তাদের হ্যান্ডওয়াশ দেওয়া হয়। তারপর দেওয়া হয় স্ন্যাকস।

এরপর প্রত্যেকেই গাড়ি নিয়ে জায়ান্ট স্ক্রিনের সামনে যান। সেখানে হিন্দু মতে চার হাত এক হয়। বিয়েবাড়ি, অথচ খাওয়াদাওয়া হবে না? সেই ব্যবস্থাও ছিল। নিজেদের গাড়ি থেকেই যাতে খাবার অর্ডার করতে পারেন অতিথিরা, সেই ব্যবস্থাও ছিল। আর উপস্থিত ওয়েটাররা তাদের সেই খাবার পৌঁছে দেন। পরে বিশেষ একটি গাড়িতে চেপে অতিথিদের সঙ্গে দেখাও করেন নবদম্পতি।

বিয়ের তারিখ ঠিক ছিল ২০ এপ্রিল। কিন্তু সেসময় করোনার সংক্রমণের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। আর তাই বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিতে হয়েছিল ব্রিটেনের (টক) এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে।

আরও পড়ুন : মহৎ উদ্দেশ্যে ধর্ষিতদের পোশাক নিয়ে প্রদর্শনী

এখন সেই গ্রাফ খানিকটা নামলেও, গোটা দেশেই জারি একাধিক বিধিনিষেধ। করোনা আবহে বিয়ের অনুষ্ঠানেও মাত্র ১৫ জন অতিথিই উপস্থিত থাকতে পারবেন।

কিন্তু বিয়ে করবেন আর বন্ধু–বান্ধব, আত্মীয়স্বজনকে বলবেন না? আর তাই অভিনব উপায় বের করলেন ওই দম্পতি। বিয়ে করলেন। আমন্ত্রণ জানালেন সবাইকে। আর বরকনের চার হাত এক হওয়ার দৃশ্য অতিথিরা লাইভ দেখলেন জায়েন্ট স্ক্রিনে।

তাও আবার যে যার নিজেদের গাড়ির মধ্যে বসে। অর্থাৎ সংক্রমণের আশঙ্কাও রইল না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রোমা পোপাট এবং ভিনাল প্যাটেলের সেই ‘ড্রাইভ ইন’ (উৎরাব ওহ) বিয়ের ভিডিও।

ভারতীয় মিডিয়ার খবর করোনাকালে অভিনব উপায়ে বিয়ে করে কিন্তু কম রোমাঞ্চিত নন নবদম্পতি। পাত্রী রোমা বলছেন, আমরা ভেবেছিলাম এ বছর আর আমাদের বিয়েই হবে না। কারণ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু–বান্ধবের সংখ্যা অনেক বেশি। তারা যাতে সবাই উপস্থিত থাকতে পারে, আমরা এটাই চাইছিলাম। তবে এভাবে বিয়েটাও কিন্তু দুর্দান্ত ছিল।