নিজস্ব প্রতিবেদক :
নতুন বছরের বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার তেলের দাম ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ১২ পয়সা করা হয়েছে। এ ছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৮৬৫ ডলার থেকে কমিয়ে ০.৬২৪৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে ডিসেম্বর মাসে জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছিল। প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা ২৪ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ টাকা ৬১ পয়সা করা হয়।এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৬০৪ থেকে বাড়িয়ে ০.৬৮৬৫ ডলার নির্ধারণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 






















