নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল আটটার দিকে ট্রেনটি উদ্ধার হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী ট্রেনটি লাইনচ্যুত হয় কমলাপুর স্টেশন এলাকাতেই।
রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পর আউটার ইউলুপে পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি ধীর গতিতে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৮ ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে থাকা একাধিক আঁকাবাঁকা লাইন দুটো প্রধান লাইনে গিয়ে মিলেছে। এটি দিয়ে ট্রেন স্টেশন ছাড়ে, আরেকটি দিয়ে স্টেশনে প্রবেশ করে। এই দুই লাইনের মধ্যে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া লাইনটি ভাঙা পাওয়া গেছে। বিষয়টি তদারকির দায়িত্বে যারা আছেন, তারা হয়তো ভালোভাবে না দেখায় এমনটি হতে পরে।
ঢাকা রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে সকালেই ট্রেন বাইরে থেকে ঢাকায় আসছে এবং ঢাকা থেকেও ছেড়ে যাচ্ছে।
ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় দেখা গেছে। কয়েকজন জানান, ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে রেলওয়ে থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, ট্রেন দ্রুত ছেড়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আরিফ মহিউদ্দিন বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ছিল দিনের শেষ ট্রেন। সেটি লাইনচ্যুত হওয়া স্থান পরিষ্কার করার পর এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।