নিজস্ব প্রতিবেদক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার (৩ জুলাই) রাত ৯টার দিকে বনানীস্থ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
আফতাব আহমদের আত্মীয় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাজধানীর বারডেম ও স্কয়ার হাসপাতালের পর সর্বশেষ ইয়র্ক হাসপাতালে ভর্তি ছিলেন।
আফতাব আহমদ সাবেক অতিরিক্ত সচিব, কবি, কলামিস্ট, অনুবাদক ও সংবাদ পাঠক ছিলেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও কাজ করেছে। কলাম ও লেখক হিসেবে তার বেশ খ্যাতি ছিল।
কবি ও লেখক আফতাব আহমদ ২০১৯ সালে কবি গুলতেকিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তাদের দ্বিতীয় বিয়ে। গুলতেকিনের প্রথম স্বামী হুমায়ুন আহমেদ আর আফতাবের প্রথম স্ত্রী ব্যারিস্টার সুনিয়া খানের সঙ্গে ১০ বছর আগে বিচ্ছেদ হয়। একমাত্র সন্তান নিয়ে সুনিয়া লন্ডনে থাকেছেন।
অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে আফতাব আহমদের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সুবর্ণা মোস্তফা, অনন্য রায়হান, সিউতি সবুরসহ আরও অনেকে তাকে স্মরণ করেছেন।