Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ।

সন্তান কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন এই তারকা। তবে এখনই সন্তানের মুখ দেখাতে প্রস্তুত নয় তিনি। তাই একরত্তির মুখ একটি হার্ট ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন।

ছবিটির ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘এই গ্রহে একটি নতুন তারার আগমন।’ এরসঙ্গে একটি প্রজাপতির ইমোজি যুক্ত করেছেন অভিনেতা। ক্যাপশনের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সানাভ মাওলা।

শ্যামল মাওলা জানান, ‘মেয়ে সন্তানের বাবা হয়েছেন শ্যামল।’ এটাই তার আর ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সংসারে প্রথম প্রথম। তাই উচ্ছ্বাসের মাত্রাও বেশি।

শ্যামল মাওলার বাবা হওয়ার খবর নিজের ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন, আমার বন্ধুর কন্যা হয়েছে। এটা একটা দারুণ খবর। এই তিনজনের জন্য সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০২০ সালে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা ও তার দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার। এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তার তিন বছরের সংসার ছিল। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে, শ্যামল মাওলা সর্বশেষ ‘কানাগলি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

প্রকাশের সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক : 

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ।

সন্তান কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন এই তারকা। তবে এখনই সন্তানের মুখ দেখাতে প্রস্তুত নয় তিনি। তাই একরত্তির মুখ একটি হার্ট ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন।

ছবিটির ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘এই গ্রহে একটি নতুন তারার আগমন।’ এরসঙ্গে একটি প্রজাপতির ইমোজি যুক্ত করেছেন অভিনেতা। ক্যাপশনের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সানাভ মাওলা।

শ্যামল মাওলা জানান, ‘মেয়ে সন্তানের বাবা হয়েছেন শ্যামল।’ এটাই তার আর ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সংসারে প্রথম প্রথম। তাই উচ্ছ্বাসের মাত্রাও বেশি।

শ্যামল মাওলার বাবা হওয়ার খবর নিজের ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন, আমার বন্ধুর কন্যা হয়েছে। এটা একটা দারুণ খবর। এই তিনজনের জন্য সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০২০ সালে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা ও তার দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার। এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তার তিন বছরের সংসার ছিল। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে, শ্যামল মাওলা সর্বশেষ ‘কানাগলি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন।