বিনোদন ডেস্ক :
মঙ্গলবার (৮ আগস্ট) রাতেই ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে একটি খবর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করবেন জায়েদ খান।
বিষয়টি নিয়ে কলকাতার ওই পত্রিকার সঙ্গে কথা বলেন নায়িকা নিজেও। তিনি জানান, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
তবে যাকে নিয়ে এ আলোচনা সেই জায়েদ খান জানান ভিন্ন খবর। তিনি বলেন, এ সিনেমা প্রসঙ্গে কিছুই জানেন না। তার সাথে কোনো কথাও হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। খবরটি দেখেই ওই পরিচালককে ফোন দেন জায়েদ খান।
এ বিষয়ে জায়েদ খান বলেন, একটা ছবি নিয়ে ওই পরিচালকের সাথে কথা হয়েছিল। কিন্তু চুক্তি বা চূড়ান্ত কিছু হয়নি। এমন অনেক পরিচালকের সাথেই তো ছবি নিয়ে কথা হয়। যদি প্রাথমিক আলোচনাই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম।
তিনি বলেন, খবরটা দেখার পরই তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেন, ‘আমি এসব কোথাও বলিনি।’ এরপর আমি তাকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। এর আগে একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়েও নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ নায়িকাকে বুঝিয়েছিল, আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করিয়েছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না প্লিজ।
এ বিষয়ে পরিচালক তাজু কামরুল বলেন, জায়েদ খান ও সায়ন্তিকাকে নিয়ে যে খবর বেরিয়েছে, ওভাবে আমি কোথাও কিছু বলিনি। তবে জায়েদ খানের সঙ্গে আগে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। কলকাতার সায়ন্তিকা ছাড়াও নুসরাতের সঙ্গেও প্রযোজকের কথা হয়েছে। এর বেশি কিছু নয়। আর প্রযোজক তো দেশের বাইরে। কোথা থেকে কী নিউজ হলো, বুঝলাম না।
এর আগে ২০২১ সালের অক্টোবরে খবর ছড়িয়েছিল, টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে জুটিবেঁধে অভিনয় করবেন জায়েদ খান। তবে সেটিও ভুয়া প্রমাণিত হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে লম্বা সফর সেরে সম্প্রতি দেশে ফিরেছেন জায়েদ খান। এসেই নিজের গ্রামে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। নতুন কোনও সিনেমার কাজ অবশ্য শুরু করেননি। বিভিন্ন ছবি-ভিডিও পোস্ট করে এখনও মার্কিন সফরের আমেজ উপভোগ করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। অন্যদিকে সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।