কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়েছে। সরে না দাঁড়ালে ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
মূলত অজ্ঞাত পরিচয়ে ডিসেম্বর মাসের ২৩ তারিখে তাকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে তারা কারা এ বিষয়ে তাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
চিঠিটিতে লেখা হয়, চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিনতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।
চিঠির শেষে মুমিনুল আলম নামে একজনের নাম আছে। তাকে ‘ব্যাটালিয়ন-৭১’-এর আঞ্চলিক কো-অর্ডিনেটর, কক্সবাজার হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এ বিষয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা এ ধরনের কাজ করতে পারে। আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি।
তিনি বলেন, “হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে আমি ভয় পাই না। আমাকে চাপ দিয়ে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবারই হবে, এটা নিয়ে আমি বেশি চিন্তিত নই।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, হুমকির ঘটনায় বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা প্রতিনিধি 






















