Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হাঙ্গরমোড় ( ডলফিন মোড় ) সংলগ্ন আবাসিক হোটেল সী গাজীপুরের ২০২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

হোটেলের নিবন্ধন খাতায় উল্লেখিত তথ্যমতে, ওই তরুণীর নাম জেসমিন আক্তার। তিনি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরী। তবে হোটেলের নিবন্ধন খাতায় তার নিজের স্বাক্ষর নেই।

হোটেল সী গাজীপুরের ভাড়াটে মালিক আব্দুল জব্বার বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে হোটেলের নিরাপত্তাকর্মই ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেল আসেন। পরে হোটেলটির ২০২ নম্বর কক্ষে ওই তরুণী একা উঠেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ফোরকান আমাকে কল করে জানায় সে অসুস্থবোধ করছে। রাতে দায়িত্ব পালন করা তার (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর সে আবার আমাকে কল করে জানায়, হোটেলকক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি আমি পুলিশ ও হোটেল মালিক নেতাদের অবহিত করি।’

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই হোটেলের ব্যবস্থাপক (ম্যানেজার) আজিজুর রহমান ও নিরাপত্তাকর্মী ফোরকান আহমদে পালিয়ে গেছেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হোটেলটির ২০২ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নার প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা তা সঠিক কি না, পুলিশ নিশ্চিত নয়।

তিনি বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা, পুলিশ খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হাঙ্গরমোড় ( ডলফিন মোড় ) সংলগ্ন আবাসিক হোটেল সী গাজীপুরের ২০২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

হোটেলের নিবন্ধন খাতায় উল্লেখিত তথ্যমতে, ওই তরুণীর নাম জেসমিন আক্তার। তিনি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরী। তবে হোটেলের নিবন্ধন খাতায় তার নিজের স্বাক্ষর নেই।

হোটেল সী গাজীপুরের ভাড়াটে মালিক আব্দুল জব্বার বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে হোটেলের নিরাপত্তাকর্মই ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেল আসেন। পরে হোটেলটির ২০২ নম্বর কক্ষে ওই তরুণী একা উঠেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ফোরকান আমাকে কল করে জানায় সে অসুস্থবোধ করছে। রাতে দায়িত্ব পালন করা তার (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর সে আবার আমাকে কল করে জানায়, হোটেলকক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি আমি পুলিশ ও হোটেল মালিক নেতাদের অবহিত করি।’

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই হোটেলের ব্যবস্থাপক (ম্যানেজার) আজিজুর রহমান ও নিরাপত্তাকর্মী ফোরকান আহমদে পালিয়ে গেছেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হোটেলটির ২০২ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নার প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা তা সঠিক কি না, পুলিশ নিশ্চিত নয়।

তিনি বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা, পুলিশ খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।