Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে আড্ডা চলছে চায়ের দোকানে অলিগলিতে ভিড়

কক্সবাজারে আড্ডা চলছে চায়ের দোকানে অলিগলিতে ভিড়

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। কিন্তু লকডাউন বাস্তবায়নে কক্সবাজারে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিধি-নিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ বের হচ্ছে বিনা প্রয়োজনে।

লকডাউনের ৪ দিনে কক্সবাজারে ৮২৯ জনকে অর্থদণ্ড করা হয়েছে। জেলায় প্রথমবারের মতো ৩ জনকে দেওয়া হয়েছে কারাদণ্ড। এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তারপরও লকডাউনের ৫ম দিন সোমবার (০৫ জুলাই) প্রধান সড়কের বিপরীতে পাড়া মহল্লায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রয়োজন-অপ্রয়োজনে মানুষ বাসা থেকে বের হয়ে রাস্তার চায়ের দোকানে, কাঁচাবাজারে, ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নেতৃত্বে টহল দল শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় সতর্কতার পাশাপাশি সচেতনতা প্রচারণা চালানো হয়। জরিমানা করা হয় অনেককে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, অলিগলিতেও লকডাউন অমান্য করার প্রবণতা লক্ষ্য করা গেছে, ওখানেও অভিযান জোরদার করা হবে।

আর রামুস্থ ১০ পতাধিক ডিভিশনের সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এস এম আরিফ মাহমুদ জানান, লকডাউনে যারা বের হচ্ছে তাদের বেশিভাগ খোঁড়াযুক্তি দিচ্ছে। তাদেরকে সচেতন করার চেষ্টা চলছে।

এদিকে, সারা দেশে মহামারি করোনা ভাইরাসে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহসহ দেশের ২১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

কক্সবাজারে আড্ডা চলছে চায়ের দোকানে অলিগলিতে ভিড়

প্রকাশের সময় : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। কিন্তু লকডাউন বাস্তবায়নে কক্সবাজারে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিধি-নিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ বের হচ্ছে বিনা প্রয়োজনে।

লকডাউনের ৪ দিনে কক্সবাজারে ৮২৯ জনকে অর্থদণ্ড করা হয়েছে। জেলায় প্রথমবারের মতো ৩ জনকে দেওয়া হয়েছে কারাদণ্ড। এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তারপরও লকডাউনের ৫ম দিন সোমবার (০৫ জুলাই) প্রধান সড়কের বিপরীতে পাড়া মহল্লায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রয়োজন-অপ্রয়োজনে মানুষ বাসা থেকে বের হয়ে রাস্তার চায়ের দোকানে, কাঁচাবাজারে, ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নেতৃত্বে টহল দল শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় সতর্কতার পাশাপাশি সচেতনতা প্রচারণা চালানো হয়। জরিমানা করা হয় অনেককে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, অলিগলিতেও লকডাউন অমান্য করার প্রবণতা লক্ষ্য করা গেছে, ওখানেও অভিযান জোরদার করা হবে।

আর রামুস্থ ১০ পতাধিক ডিভিশনের সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এস এম আরিফ মাহমুদ জানান, লকডাউনে যারা বের হচ্ছে তাদের বেশিভাগ খোঁড়াযুক্তি দিচ্ছে। তাদেরকে সচেতন করার চেষ্টা চলছে।

এদিকে, সারা দেশে মহামারি করোনা ভাইরাসে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহসহ দেশের ২১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৭৬ জনের মৃত্যু হয়েছে।