Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের আরসার আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরসার ৩ সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় ২২টি বিভিন্ন প্রকারের অস্ত্র, ৬০টি গুলির তাজা বুলেট, ৪টি মাইন বোম, ৬টি মোবাইল, ৬টি শটগানের কার্তুজ, ৭টি খালি খোসা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার আরসা সদস্য হলেন- গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দক্ষিণের লাল পাহাড়ে আরসা বাহিনীর আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাইন বোম নিয়ে অবস্থান করছে। পরে আমাদের র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে কৌশলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩ আরসা সদস্য আটক করা হয়। এ সময় অস্ত্র, গুলি, মাইন বোম উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পাশাপাশি অপরাপর আরসা বাহিনীর সদস্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরীসহ র‌্যাবের কর্মকর্তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

কক্সবাজারের আরসার আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ আরসা সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরসার ৩ সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় ২২টি বিভিন্ন প্রকারের অস্ত্র, ৬০টি গুলির তাজা বুলেট, ৪টি মাইন বোম, ৬টি মোবাইল, ৬টি শটগানের কার্তুজ, ৭টি খালি খোসা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার আরসা সদস্য হলেন- গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দক্ষিণের লাল পাহাড়ে আরসা বাহিনীর আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাইন বোম নিয়ে অবস্থান করছে। পরে আমাদের র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে কৌশলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩ আরসা সদস্য আটক করা হয়। এ সময় অস্ত্র, গুলি, মাইন বোম উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পাশাপাশি অপরাপর আরসা বাহিনীর সদস্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরীসহ র‌্যাবের কর্মকর্তারা।