Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বালুর মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিন্তু যখন আমাদের ভাই হাদীর গায়ে গুলি লাগে এবং সে মৃত্যুবরণ করে, তখন আমাদের মতো যারা প্রার্থী মানুষের দিকে তাকিয়ে আছি। মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, ইনশাল্লাহ আমরা মানুষের পক্ষে সংসদে যাবো। তবে আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। কারণ শোনা যায় ৫০/৬০ জন এমপি প্রার্থীর তালিকা নাকি তৈরি করা হয়েছে, পরিবেশ অস্থিতিশীল করার জন্য। তাদের ওপর হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত-মউতের মালিক আল্লাহ। হেফাজত করার মালিক আল্লাহ। কিন্তু তাই বলে, সরকার দায় এড়াতে পারে না। ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহরের আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সেই দায় এ সরকারকে নিতে হবে।

রুমিন ফারহানা বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে ও হেফাজতে অবৈধ অস্ত্র আছে সেগুলো আপনারা খুঁজে বের করুন। কারণ আপনাদের পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। গত ৫ আগস্টের পর থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অবৈধ অস্ত্র কারও কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের যে জাতীয় নির্বাচনে হবে, সরকার বলেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাকি সরকার উপহার দেবে। আমরাও সরকারের কথায় বিশ্বাস রাখতে চাই।

বিএনপি নেত্রী বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই, ২০২৬ এর নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে।

এলাকাবাসীর উদ্দেশে রুমিন ফারহানা বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সরাইল-আশুগঞ্জকে নতুন রূপ দিতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন ১৯৭৩ সালে তিনি আপনাদের মাটি থেকে বিজয়ী হয়েছিলেন, তার যে অপূর্ণ স্বপ্ন সেই স্বপ্নপূরণে বাকি জীবন আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।

তিনি বলেন, আমার প্রিয় ভাই-বোনেরা আমি যা বলি, আমি তাই করি। এটা ভালো হলে ভালো। মন্দ হলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করবো আমি সরাইল-আশুগঞ্জ আসন থেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে : রুমিন ফারহানা

ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে : রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৮:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বালুর মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিন্তু যখন আমাদের ভাই হাদীর গায়ে গুলি লাগে এবং সে মৃত্যুবরণ করে, তখন আমাদের মতো যারা প্রার্থী মানুষের দিকে তাকিয়ে আছি। মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, ইনশাল্লাহ আমরা মানুষের পক্ষে সংসদে যাবো। তবে আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। কারণ শোনা যায় ৫০/৬০ জন এমপি প্রার্থীর তালিকা নাকি তৈরি করা হয়েছে, পরিবেশ অস্থিতিশীল করার জন্য। তাদের ওপর হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত-মউতের মালিক আল্লাহ। হেফাজত করার মালিক আল্লাহ। কিন্তু তাই বলে, সরকার দায় এড়াতে পারে না। ওসমান হাদীর মৃত্যু দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহরের আইশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সেই দায় এ সরকারকে নিতে হবে।

রুমিন ফারহানা বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে ও হেফাজতে অবৈধ অস্ত্র আছে সেগুলো আপনারা খুঁজে বের করুন। কারণ আপনাদের পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। গত ৫ আগস্টের পর থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অবৈধ অস্ত্র কারও কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের যে জাতীয় নির্বাচনে হবে, সরকার বলেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাকি সরকার উপহার দেবে। আমরাও সরকারের কথায় বিশ্বাস রাখতে চাই।

বিএনপি নেত্রী বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই, ২০২৬ এর নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে।

এলাকাবাসীর উদ্দেশে রুমিন ফারহানা বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সরাইল-আশুগঞ্জকে নতুন রূপ দিতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন ১৯৭৩ সালে তিনি আপনাদের মাটি থেকে বিজয়ী হয়েছিলেন, তার যে অপূর্ণ স্বপ্ন সেই স্বপ্নপূরণে বাকি জীবন আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।

তিনি বলেন, আমার প্রিয় ভাই-বোনেরা আমি যা বলি, আমি তাই করি। এটা ভালো হলে ভালো। মন্দ হলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করবো আমি সরাইল-আশুগঞ্জ আসন থেকেই।