Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৬৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্যর্থতা আর অধারাবাহিকতার স্রোতে ওয়ানডেতে কিছুটা সাফল্যের ধারা আছে বলে একটু বিশ্বাস ও গর্ব ছিল বাংলাদেশের। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠতে পেরেছিল তারা। সেই দল এখন নেমে গেছে ৯ নম্বরে।

সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এলো বদল। সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে! তাদের টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে গিয়ে আবারও হারতে হয় তাদের। সিরিজ হারার পর স্বয়ংক্রিয়ভাবেই অবনমনের চিত্র দেখা যায় আইসিসির ওয়েবসাইটে।

যদিও রেটিং পয়েন্ট দুই দলেরই সমান ৮৫। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে। বাংলাদেশের পরে দশ নম্বরে অবস্তান ওয়েস্ট ইন্ডিজ।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানরা

প্রকাশের সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ব্যর্থতা আর অধারাবাহিকতার স্রোতে ওয়ানডেতে কিছুটা সাফল্যের ধারা আছে বলে একটু বিশ্বাস ও গর্ব ছিল বাংলাদেশের। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠতে পেরেছিল তারা। সেই দল এখন নেমে গেছে ৯ নম্বরে।

সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এলো বদল। সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে! তাদের টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে গিয়ে আবারও হারতে হয় তাদের। সিরিজ হারার পর স্বয়ংক্রিয়ভাবেই অবনমনের চিত্র দেখা যায় আইসিসির ওয়েবসাইটে।

যদিও রেটিং পয়েন্ট দুই দলেরই সমান ৮৫। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে। বাংলাদেশের পরে দশ নম্বরে অবস্তান ওয়েস্ট ইন্ডিজ।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।