Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালন করতে সৌদি গেলেন রাখি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউডের একজন বিশিষ্ট এবং বিতর্কিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত, এইবার আধ্যাত্মিক যাত্রায় তার প্রস্থানের জন্য আবারও শিরোনাম হচ্ছেন। চলমান বিতর্ক এবং তার প্রাক্তন স্বামী আদিল খান দুররানির গুরুতর অভিযোগের মধ্যে, শুক্রবার (২৫ আগস্ট) ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী। বেশ কয়েক মাস ধরে যে ইচ্ছা প্রকাশ করেছেন তা পূরণ করে।

গত বছর আদিল খান দুররানির সাথে তার বিয়ে চলাকালীন ইসলাম গ্রহণ করার পরে তার যাত্রা শুরু হয়। এমনকি তিনি তার নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ রাখেন।

সকালে ইনস্টাগ্রামে জনপ্রিয় বলিউড পাপারাজ্জি অ্যাকাউন্ট ভাইরাল ভায়ানির শেয়ার করা একটি ভিডিওতে, রাখি সাওয়ান্ত একটি ফ্লাইটে ধরা পড়েছিলেন। তাকে বোরখা ও হিজাব পরা দেখা যায়।

তার অনুভূতি প্রকাশ করে, অভিনেত্রী বলেন, আসসালামুয়ালাইকুম। মে বাহাউত খুশ নসীব হুন কে আজ মে পেহলি বার উমরাহ জা রাহি হুন। অর মেরা বুলাওয়া আয়া হ্যায়। মে ইতনি খুশ হুন। আপনি সব মুঝে দুয়া মে ইয়াদ রাখেইন, আমি সবকে লিয়ে দুয়া করিঙ্গি। (“আসসালামুয়ালাইকুম। আমি খুবই ভাগ্যবান যে আজ আমি প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুব খুশি। অনুগ্রহ করে আমাকে আপনার প্রার্থনায় মনে রাখবেন, আমি সবার জন্য দোয়া করব।)

গত বছর রাখি সাওয়ান্তের জীবনে তার ইসলাম গ্রহণ এবং আদিল খান দুররানির বিয়ে থেকে শুরু করে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কারণে সাম্প্রতিক অশান্তি পর্যন্ত ঘটনাগুলির ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছে।

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ।

কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে, রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।’ এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, ‘আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

ওমরাহ পালন করতে সৌদি গেলেন রাখি

প্রকাশের সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউডের একজন বিশিষ্ট এবং বিতর্কিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত, এইবার আধ্যাত্মিক যাত্রায় তার প্রস্থানের জন্য আবারও শিরোনাম হচ্ছেন। চলমান বিতর্ক এবং তার প্রাক্তন স্বামী আদিল খান দুররানির গুরুতর অভিযোগের মধ্যে, শুক্রবার (২৫ আগস্ট) ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী। বেশ কয়েক মাস ধরে যে ইচ্ছা প্রকাশ করেছেন তা পূরণ করে।

গত বছর আদিল খান দুররানির সাথে তার বিয়ে চলাকালীন ইসলাম গ্রহণ করার পরে তার যাত্রা শুরু হয়। এমনকি তিনি তার নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ রাখেন।

সকালে ইনস্টাগ্রামে জনপ্রিয় বলিউড পাপারাজ্জি অ্যাকাউন্ট ভাইরাল ভায়ানির শেয়ার করা একটি ভিডিওতে, রাখি সাওয়ান্ত একটি ফ্লাইটে ধরা পড়েছিলেন। তাকে বোরখা ও হিজাব পরা দেখা যায়।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তার অনুভূতি প্রকাশ করে, অভিনেত্রী বলেন, আসসালামুয়ালাইকুম। মে বাহাউত খুশ নসীব হুন কে আজ মে পেহলি বার উমরাহ জা রাহি হুন। অর মেরা বুলাওয়া আয়া হ্যায়। মে ইতনি খুশ হুন। আপনি সব মুঝে দুয়া মে ইয়াদ রাখেইন, আমি সবকে লিয়ে দুয়া করিঙ্গি। (“আসসালামুয়ালাইকুম। আমি খুবই ভাগ্যবান যে আজ আমি প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুব খুশি। অনুগ্রহ করে আমাকে আপনার প্রার্থনায় মনে রাখবেন, আমি সবার জন্য দোয়া করব।)

গত বছর রাখি সাওয়ান্তের জীবনে তার ইসলাম গ্রহণ এবং আদিল খান দুররানির বিয়ে থেকে শুরু করে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কারণে সাম্প্রতিক অশান্তি পর্যন্ত ঘটনাগুলির ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছে।

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ।

কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে, রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।’ এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, ‘আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।