নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। আগে থেকেই সেখানে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এরপর আধাঘণ্টা সময় কাটিয়ে বের হয়ে যান সাকিব।
জানা গেছে, সাকিব আল হাসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।
সূত্র জানায়, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে নৌকা প্রতীকে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন সাকিব। এসব আসনে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানকে ঢাকা-১০ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।