নিজস্ব প্রতিবেদক :
ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে, পরে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছেন রাজনৈতিক দলের নেতারা।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বাজতে শুরু করে। এরপর সবাই তাড়াহুড়ো করে বের হন।
একাডেমির দায়িত্বরত কয়েকজন বলেন, ফায়ার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমরা খোঁজার চেষ্টা করি কোথাও আগুন লেগেছে কি না। কিন্তু আমরা কোথাও আগুন খুঁজে পাইনি। পরে জানতে পারি, কয়েকজন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ার কারণে অ্যালার্ম বেজে উঠে।
এ দিকে, আগুন না লাগার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টা ৪০ এর দিকে আবারও বৈঠকে অংশ নেন নেতারা। পৌনে ১টার দিকে পুনরায় বৈঠক শুরু হয়।