Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: জি এম কাদের

শেরপুর জেলা প্রতিনিধি : 

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে, সেভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কি ধরনের হবে, তা সব দলের সঙ্গে কথা বলে একমত হতে হবে।

জিএম কাদের বলেন, বর্তমান যে শাসন পদ্ধতি তাতে প্রধানমন্ত্রীর হাতে দেশের শতভাগ ক্ষমতা ন্যস্ত করা আছে। কাজেই এখানে মন্ত্রীপরিষদসহ সবকিছু পরিবর্তন হলেও এটা খুব একটা গুণগত পরিবর্তন হবে না।

যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে বলে মনে করেন জি এম কাদের। তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয় সেজন্য যুক্তরাষ্ট্র একটি ব্যবস্থা নিয়েছে। তাদের দেশের ব্যাপারে এই অধিকার তাদের আছে। অবাধ সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, তাদের সে দেশে ঢুকতে দেওয়া হবে না। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ভিসা নীতিতে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষেই যায়। আমরা তাই আমরা এই ভিসা নীতি সম্পূর্ণভাবে সমর্থন করি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি ইলয়াস উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় ও জেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: জি এম কাদের

প্রকাশের সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

শেরপুর জেলা প্রতিনিধি : 

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে, সেভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কি ধরনের হবে, তা সব দলের সঙ্গে কথা বলে একমত হতে হবে।

জিএম কাদের বলেন, বর্তমান যে শাসন পদ্ধতি তাতে প্রধানমন্ত্রীর হাতে দেশের শতভাগ ক্ষমতা ন্যস্ত করা আছে। কাজেই এখানে মন্ত্রীপরিষদসহ সবকিছু পরিবর্তন হলেও এটা খুব একটা গুণগত পরিবর্তন হবে না।

যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে বলে মনে করেন জি এম কাদের। তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয় সেজন্য যুক্তরাষ্ট্র একটি ব্যবস্থা নিয়েছে। তাদের দেশের ব্যাপারে এই অধিকার তাদের আছে। অবাধ সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, তাদের সে দেশে ঢুকতে দেওয়া হবে না। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ভিসা নীতিতে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষেই যায়। আমরা তাই আমরা এই ভিসা নীতি সম্পূর্ণভাবে সমর্থন করি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি ইলয়াস উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় ও জেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।