Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার কারণে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জে বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এসএসসি পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে।

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৩ মে) ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির। এর আগে ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

ধর্মঘট স্থগিতের বিষয়ে সুজাউল কবির জানান, তিন দফা দাবি নিয়ে আমরা যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা শেষে আমাদের দাবির প্রতি পুলিশ একাত্মতা পোষণ করায় আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

এসএসসি পরীক্ষার কারণে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশের সময় : ০৪:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জে বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এসএসসি পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে।

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৩ মে) ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির। এর আগে ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

ধর্মঘট স্থগিতের বিষয়ে সুজাউল কবির জানান, তিন দফা দাবি নিয়ে আমরা যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা শেষে আমাদের দাবির প্রতি পুলিশ একাত্মতা পোষণ করায় আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।