Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া জয় করে দেশে ফিরলেন টাইগার যুবারা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া চ্যাম্পিয়নরা।

তাদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকদের একাংশ। সেখানে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে।

দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

আগেই জানানো হয়েছিল, দেশে ফিরে টাইগার যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে শিরোপাজীয় দলকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন। তারা সেই আমন্ত্রণে যোগ দেবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

উল্লেখ্য, যুব এশিয়া কাপের ফাইনালে টাইগার যুবাদের দেওয়া ২৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

এশিয়া জয় করে দেশে ফিরলেন টাইগার যুবারা

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া চ্যাম্পিয়নরা।

তাদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকদের একাংশ। সেখানে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে।

দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

আগেই জানানো হয়েছিল, দেশে ফিরে টাইগার যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে শিরোপাজীয় দলকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন। তারা সেই আমন্ত্রণে যোগ দেবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

উল্লেখ্য, যুব এশিয়া কাপের ফাইনালে টাইগার যুবাদের দেওয়া ২৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।