Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন এবাদত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

সোমবার (২১ আগস্ট) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তিনি জানান, এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।

এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।

এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তিনি বলেন, আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।

এবাদতের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ মিলতে পারে অতিরিক্ত স্কোয়াডে থাকা তানজিম সাকিবের। এই তরুণ পেসার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন এবাদত

প্রকাশের সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

সোমবার (২১ আগস্ট) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তিনি জানান, এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।

এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।

এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তিনি বলেন, আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।

এবাদতের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ মিলতে পারে অতিরিক্ত স্কোয়াডে থাকা তানজিম সাকিবের। এই তরুণ পেসার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন।