Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের মধ্যেই দেশে ফিরছেন মুশফিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

জানা যায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। মুশফিকের পারিবারিক এই বিষয়টি দলও গুরুত্বসহকারে নিয়েছে বলে জানা গেছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর এই তিনদিনের ছুটিতে বাংলাদেশে আসতে পারেন মুশফিক। কালকের ম্যাচের পর বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টম্বর ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এক্ষেত্রে তার আবারও শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর মুশফিক যদি ফিরতে না পারেন, তাহলে বিকল্প কাউকে নেওয়া হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপে এখন অবধি তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

প্রথম পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রানে আউট হয়েছিলেন মুশফিক। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে করেন ২৫ রান। তবে পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডারদের হারানোর পর ৬৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

এশিয়া কাপের মধ্যেই দেশে ফিরছেন মুশফিক

প্রকাশের সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

জানা যায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। মুশফিকের পারিবারিক এই বিষয়টি দলও গুরুত্বসহকারে নিয়েছে বলে জানা গেছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর এই তিনদিনের ছুটিতে বাংলাদেশে আসতে পারেন মুশফিক। কালকের ম্যাচের পর বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টম্বর ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এক্ষেত্রে তার আবারও শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর মুশফিক যদি ফিরতে না পারেন, তাহলে বিকল্প কাউকে নেওয়া হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপে এখন অবধি তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

প্রথম পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রানে আউট হয়েছিলেন মুশফিক। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে করেন ২৫ রান। তবে পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডারদের হারানোর পর ৬৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।