জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাজধানীর এলজিইডি ভবনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী মেলা। গত ১৭ সেপ্টেম্বর রোববার বিকালে ফিতা কেটে এ মেলার উদ্ভোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার সমাপ্তি ঘোষণা করেন প্রধান প্রকৌশলী।
মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়েছে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB)। প্রধান প্রকৌশলীর হাত থেকে শ্রেষ্ঠ স্টলের পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB) এর প্রকল্প পরিচালক কামরুল আহসান।
প্রথম পুরস্কারের ক্রেস্ট হাতে প্রকল্প পরিচালক কামরুল আহসান
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকল্প পরিচালক কামরুল আহসান বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। মাত্র একদিনের নোটিশে আমার সহকর্মীরা তাদেও পরিশ্রম ও মেধা দিয়ে স্টলটি সুন্দরভাবে তৈরি করে দর্শকদের বিমোহিত করতে পেরেছে, এটা আমাদের জন্য গৌরবের। তিনি মেলার স্টলের জন্য যারা শ্রম ও মেধা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, অতীতে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB) কোনো মেলায় অংশ নেয়নি। এবারই আমরা প্রথম। প্রথমবারের মতো অংশগ্রহণ করে আমরা প্রথম স্থান অধিকার করেছি-এটা সবার জন্যই খুশির বিষয়। তিনি আগামীতেও এই ধরা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মেলায় প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB) এর স্টলের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী রিফফাত নূর।