চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইয়ের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমানের সিটে ১২টি সোনার বার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।
রোববার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে বিমান সংস্থাটির জি-৯৫২২ ফ্লাইটের একটি খালি আসন থেকে এসব সোনার বার জব্দ করা হয়। জব্দ করা বারের ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, রাত ৮টা ৫০ এর দিকে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। বিমানের এক কর্মী কাস্টমস কর্তৃপক্ষকে জানান যে, ১৫ এফইডি আসনে সন্দেহজনক কিছু থাকতে পারে। এর ভিত্তিতে ওই আসনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার পাওয়া যায়। ওই আসনটি কারো নামে রিজার্ভ করা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।