আন্তর্জাতিক ডেস্ক :
গত সপ্তাহে আহমেদাবাদে ২৪২ যাত্রীসহ লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার পর বোয়িং ড্রিমলাইনারের ওপর নজরদারি বৃদ্ধির মধ্যেই মঙ্গলবার (১৭ জুন) ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এসব ফ্লাইটের সবকটিই বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার।
বাতিল হওয়া ফ্লাইটগুলো হল- এআই ১৫৯ (আহমেদাবাদ-লন্ডন), এআই ৯১৫ (দিল্লি-দুবাই), এআই ১৫৩ (দিল্লি-ভিয়েনা), এআই ১৪৩ (দিল্লি-প্যারিস), এআই ১৩৩ (বেঙ্গালুরু-লন্ডন) এবং এআই ১৭০ (লন্ডন-অমৃতসর)। এছাড়া এআই ৩১৫ নামে দিল্লিগামী একটি ড্রিমলাইনারও কারিগরি সমস্যার সম্মুখীন হলে ফ্লাইটটি হংকং ফিরে যেতে বাধ্য হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৫৯ মঙ্গলবার বিকেল ৩টায় সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কথা ছিল। তবে এর উদয়নের কিছুক্ষণ আগেই ফ্লাইটটি বাতিল করা হয়, এতে বেশ কয়েকজন যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ফ্লাইট এআই-১৫৯ ‘অপারেশনাল ত্রুটির’ বাতিল করা হয়েছে, যাত্রীদের রিফান্ড দেওয়া হবে।
অপরদিকে দিল্লি থেকে প্যারিসগামী এআই ১৪৩ ফ্লাইটিতে উদয়ন পূর্ববর্তী চেকের সময় একটি সমস্যা ধরা পড়ে এবং এটি ঠিক করতে অনেক সময় লাগে। একই সঙ্গে প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে রাতে চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে, এর ফলে ফ্লাইটি যথাসময়ে পৌঁছাতে না পারার কারণে ফ্লাইটি বাতিল করা হয় বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
এছাড়াও মঙ্গলবার ভোরে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়া হয়। গতকাল সোমবারও ‘অপারেশনাল সমস্যা’ এবং ক্রুদের ডিউটির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় একটি ফ্লাইট বাতিল করে এয়ার ইন্ডিয়া।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ জন যাত্রীসহ লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই একটি মেডিকেল ছাত্রবাসের ওপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পর মাত্র ১০০ মিটার (প্রায় ৩৩০ ফুট) ওপরে উঠেই দুর্ঘটনার শিকার হয়। এ দুঘর্টনায় প্রাণ হারিয়েছেন ২৭৯ জন, যা ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানে থাকা ক্রু সদস্য ছিলেন ১২ জন।