স্পোর্টস ডেস্ক :
ইতোমধ্যে এবারের স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে ও লা লিগা জেতার পর তাদের সামনে এবার ট্রেবল জয়ের সুযোগ। কারণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল। স্বভাবতই তার এখন মূল ভাবনা হওয়ার কথা ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হতে যাওয়া সেই ফাইনাল। কিলিয়ান এমবাপের প্রসঙ্গ তুলতেই আনচেলত্তিও সেই ব্যস্ততাই যেন স্মরণ করিয়ে দিলেন!
দু’দিন আগেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এমবাপে। রোববার (১২ মে) তিনি ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে তুলুজের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন। চলতি মৌসুম শেষেই যে ২০১৮–এর বিশ্বকাপজয়ী তারকা নতুন গন্তব্যে উড়াল দেবেন সেটি পুরোনো খবর। কিন্তু তার মুখ দিয়ে সেই ঘোষণা এলো অনেক নাটকীয়তার পর। তার গন্তব্য যে রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে সেটি কারও অজানা নয়। কিন্তু রিয়াল ম্যানেজার আনচেলত্তির যেন তা নিয়ে কোনো ভাবনা। এই মুহূর্তে তার ভাবার মতো আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে বলেও জানিয়ে দিলেন।
শনিবার (১১ মে) রাতে গ্রানাদার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়েও বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ ও আর্দে গুলাররা ৪–০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচের পরই এমবাপের রিয়ালে আসার প্রসঙ্গে জানতে চাওয়া হলে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘এই প্রসঙ্গে এখন ভাবছি না। এই মুহূর্তে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছুতে মনোযোগ দেওয়ার আছে। আরও অনেক কিছু ভাবার ও করার আছে।’
লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেলেও, এখনও ট্রফি হাতে নেয়নি রিয়াল। এ ছাড়া আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই এখন পুরো মনোযোগ বলেও জানান রিয়াল বস, ‘আজকে আমরা খেললাম, জিতলাম। কালকে সমর্থকদের সঙ্গে উদযাপন করার জন্য তর সইছে না আমাদের। এরপরও আরও ম্যাচ আছে। আমাদের ভাবনা খুবই পরিষ্কার যে, ১ জুন পর্যন্ত (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) কী কী নিয়ে ভাবতে হবে।’
গতকালের জয়ের পর তরুণ ফুটবলারদের নিয়েও প্রশংসা করেছেন আনচেলত্তি, ‘দলের অবস্থা দারুণ এই মুহূর্তে। সবাই প্রতিদ্বন্দ্বিতা, লড়াই ও নিজেদের মেলে ধরতে মুখিয়ে থাকে। কে আমাকে বেশি চমকে দিয়েছে তা বলা কঠিন। ব্রাহিম আমাকে মুগ্ধ করেছে, হোসেলু করেছে, ফ্রানসহ (গার্সিয়া) দলে নতুন আসা সবাই দারুণ খেলেছে। দলকে এই অবস্থায় তুলে আনতে ওরা সবাই মৌলিক অবদান রেখেছে।’
জুনে এমবাপের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। এর মধ্য দিয়ে গত কয়েক মৌসুম ধরে চলা রিয়াল ছাড়া নিয়ে নাটকেরও অবসান ঘটতে চলেছে। তবে ধারণা করা হচ্ছে, এখনই এমবাপের নিয়োগ দিয়ে কথা বলবে না রিয়াল। আজ তারা ৩৬তম লিগ শিরোপা উদযাপনের বিশেষ আয়োজন করেছে। এরপরও লিগে আরও তিন ম্যাচ বাকি। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই ফরাসি ফরোয়ার্ডের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
 
																			 
										 স্পোর্টস ডেস্ক
																স্পোর্টস ডেস্ক								 














