স্পোর্টস ডেস্ক :
কিলিয়ান এমবাপের ইতিহাস গড়ার ম্যাচে ফরাসি লিগ ওয়ানের শিরোপার একেবারে কাছাকাছি চলে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুই ফরাসি কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে এই ম্যাচে লোরিয়াঁকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি যদি এবার শিরোপা জিততে পারলে এটি হবে লিগের ইতিহাসে সর্বোচ্চ ১২তম শিরোপা।
রোমাঞ্চকর এই রাতে ফরাসি ক্লাব ফুটবলে ইতিহাস লিখেছেন এমবাপে। কোনো ক্লাবের হয়ে ইতিহাসের সর্বোচ্চ ২৫৫ গোলের রেকর্ড করেছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা। এর আগে দেশটির ক্লাব ফুটবলে ২৫৩ গোল করেছিলেন রজার কর্তোয়া।
ম্যাচের শুরুতেই দাপট দেখিয়ে খেলতে থাকে পিএসজি। তাতে ১৯তম মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় দলটি। সতীর্থের পাস ধরে সামনে থাকা প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে আড়াআড়ি দৌড়ে বক্সে ঢুকে প্রথম গোলটি করেন দেম্বেলে। পরের তিন মিনিটের মধ্যে আরও একটি গোলের দেখা পায় পিএসজি। গোলদাতা এমবাপে।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। আক্রমণে আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে পিএসজি। বাঁ দিকের বাইলাইনের কাছে একজনকে দারুণভাবে কাটিয়ে এমবাপে পাস দেন বক্সে আর অনায়াসে ফাঁকা জালে বল পাঠান দেম্বেলে। ৭৩তম মিনিটে একটি গোল শোধ করে স্বাগতিকরা। গোলটি করেন মোহামেদ বাম্বা। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রান্সম্যান। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি।
৩০ লিগ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী মোনাকো ৫৮ পয়েন্ট তুলেছে। অর্থাৎ পিএসজি এগিয়ে আছে ১১ পয়েন্টে। এমবাপ্পেদের হাতে আছে আর ৪ ম্যাচ। এর মধ্যে একটিতে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।
স্পোর্টস ডেস্ক 
























