Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২২৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

রিয়াল মাদ্রিদের হয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। নিজের ছায়া হয়ে থাকা কিলিয়ান এমবাপে এবার শুনলেন আরেকটি দুঃসংবাদ। আসন্ন ইউয়েফা নেশনস কাপের জন্য ঘোষিত ফ্রান্স দলেও জায়গা হয়নি তার। ইতালি ও ইসরাইলের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে তাকে রাখেননি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঘোষিত ম্যাচ দুটির স্কোয়াডে দলের অধিনায়ক এমবাপেকে রাখেননি কোচ দিদিয়ের দেশম। এর আগে অক্টোবরে বেলজিয়াম ও ইসরায়েল বিপক্ষে ম্যাচেও এমবাপে দলে ছিলেন না।

ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামলেও সবশেষ দুই নেশনস লিগের ম্যাচে স্বেচ্ছায় জাতীয় দল থেকে দূরে ছিলেন এমবাপে। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। ফ্রান্সের হয়ে মাঠে না নেমে ছুটি কাটানো নিয়ে সমালোচনা শোনা এমবাপেকে এবার বাদ দিয়েছেন খোদ দেশমই। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে গত কয়েক ম্যাচে বিবর্ণ এমবাপেকে তাই আরও কিছুদিন ফ্রান্সের জার্সি গায়ে দেখা যাবে না।

ফ্রান্স স্কোয়াড ঘোষণা করার সময় দেশম বলছেন, এমবাপের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সে ম্যাচ খেলতে চেয়েছিল। এই ব্যাপারে আমার সাথে তার আলোচনাও হয়েছে। শুধুমাত্র এই দুই ম্যাচের জন্য আমি তাকে দলে বাইরে রেখেছি। আমরা সব ব্যাপারে একমত নাও হতে পারি। আমি তাদের কথা শুনি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমার। দলের ভালোর জন্যই আমি সিদ্ধান্তগুলো নেই।

নেশন্স লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর একই সময়ে ইতালির মাঠ সান সিরোয় স্বাগতিকদের মোকাবিলা করবে ফ্রান্স। এখন পর্যন্ত নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ফরাসিরা দুইয়ে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট (১০) বেশি নিয়ে শীর্ষে ইতালি।

ফ্রান্সের দল

গোলরক্ষক: লুকাস চাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কন্তে, মানু কনে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস, মার্কাস থুরাম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

এমবাপেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

প্রকাশের সময় : ১২:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

রিয়াল মাদ্রিদের হয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। নিজের ছায়া হয়ে থাকা কিলিয়ান এমবাপে এবার শুনলেন আরেকটি দুঃসংবাদ। আসন্ন ইউয়েফা নেশনস কাপের জন্য ঘোষিত ফ্রান্স দলেও জায়গা হয়নি তার। ইতালি ও ইসরাইলের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে তাকে রাখেননি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঘোষিত ম্যাচ দুটির স্কোয়াডে দলের অধিনায়ক এমবাপেকে রাখেননি কোচ দিদিয়ের দেশম। এর আগে অক্টোবরে বেলজিয়াম ও ইসরায়েল বিপক্ষে ম্যাচেও এমবাপে দলে ছিলেন না।

ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামলেও সবশেষ দুই নেশনস লিগের ম্যাচে স্বেচ্ছায় জাতীয় দল থেকে দূরে ছিলেন এমবাপে। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। ফ্রান্সের হয়ে মাঠে না নেমে ছুটি কাটানো নিয়ে সমালোচনা শোনা এমবাপেকে এবার বাদ দিয়েছেন খোদ দেশমই। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে গত কয়েক ম্যাচে বিবর্ণ এমবাপেকে তাই আরও কিছুদিন ফ্রান্সের জার্সি গায়ে দেখা যাবে না।

ফ্রান্স স্কোয়াড ঘোষণা করার সময় দেশম বলছেন, এমবাপের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সে ম্যাচ খেলতে চেয়েছিল। এই ব্যাপারে আমার সাথে তার আলোচনাও হয়েছে। শুধুমাত্র এই দুই ম্যাচের জন্য আমি তাকে দলে বাইরে রেখেছি। আমরা সব ব্যাপারে একমত নাও হতে পারি। আমি তাদের কথা শুনি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমার। দলের ভালোর জন্যই আমি সিদ্ধান্তগুলো নেই।

নেশন্স লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর একই সময়ে ইতালির মাঠ সান সিরোয় স্বাগতিকদের মোকাবিলা করবে ফ্রান্স। এখন পর্যন্ত নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ফরাসিরা দুইয়ে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট (১০) বেশি নিয়ে শীর্ষে ইতালি।

ফ্রান্সের দল

গোলরক্ষক: লুকাস চাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কন্তে, মানু কনে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস, মার্কাস থুরাম।