Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এমপি আনার হত্যায় ঝিনাইদহ জেলা আ.লীগ নেতা আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার আত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু। পাশাপাশি তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শাহীন উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে ডিবির একটি দল শহরের আদর্শপাড়ায় অভিযান চালিয়ে গ্যাস বাবুকে আটক করা হয়। ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল আগে থেকে শহরে অবস্থান করছিল। রাতে অভিযান চালিয়ে বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে গেছে। তবে কী মামলায় এবং কোন ব্যাপারে নিয়ে গেছে, তা নিশ্চিত বলতে পারছি না। তবে স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু।

বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন।

এদিকে শহরের কচাতলা এলাকায় সংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, আমরা ৯ ভাই বোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।

তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, শাহীন আমাদের মামাতো ভাই।’ এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন।

বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।

জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ঢাকা ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনা এসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না এমন তথ্যও তারা বলেনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

এমপি আনার হত্যায় ঝিনাইদহ জেলা আ.লীগ নেতা আটক

প্রকাশের সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার আত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু। পাশাপাশি তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শাহীন উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে ডিবির একটি দল শহরের আদর্শপাড়ায় অভিযান চালিয়ে গ্যাস বাবুকে আটক করা হয়। ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল আগে থেকে শহরে অবস্থান করছিল। রাতে অভিযান চালিয়ে বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে গেছে। তবে কী মামলায় এবং কোন ব্যাপারে নিয়ে গেছে, তা নিশ্চিত বলতে পারছি না। তবে স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু।

বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন।

এদিকে শহরের কচাতলা এলাকায় সংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, আমরা ৯ ভাই বোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।

তবে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, শাহীন আমাদের মামাতো ভাই।’ এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন।

বিষয়টি নিয়ে আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।

জানতে চাইলে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম উল আহসান বলেন, ঢাকা ডিবির একটা টিম এসেছিল। তারা কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে গেছে। তবে কোন মামলা, কী ঘটনা এসব বিষয়ে তারা কিছুই বলেনি। শুধু আমাদের জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আটক করা হয়েছে কি না এমন তথ্যও তারা বলেনি।