পৃথিবীতে কতোই না প্রেম কাহিনী রচিত হয়েছে। বাস্তবেও বহু রকমের প্রেম কাহিনীর কথা আমরা অনেকেই জানি। কিন্তু পাকিস্তানে এমন একটা প্রেম কাহিনী ঘটেছে যা আগে কখনোই কেউ হয়তো শোনেনি।
একটি দুর্ঘটনা দাউদের জীবনটা বদলে দেয়, শুধু বদলায়না সানা আর দাউদের প্রেমের সম্পর্ক।
পাকিস্তানের লাহোরে যে সামাজিক বাধা আর চাপ উপেক্ষা করে এ দুজন কাছে এসেছেন এমনটা আগে হয়তো দেখেননি!
বিবিসির বিশেষ ভিডিও প্রতিবেদনে দেখুন সেই কাহিনী