Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার পর যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে তখন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পাঠানো হয়েছিলো। এবার একই ধরনের হত্যার হুমকি পেলেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। শুধু তাই নয়, হুমকিদাতা শামির কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণও দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ মে) পাঠানো সেই ই-মেইলটি পায় শামির পরিবার। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে আমরোহা জেলার পুলিশ সুপারের কাছে জানানো হয়। পুলিশ সুপারের নির্দেশে শামির ভাই হাসিব আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় সোমবার (৫ মে) একটি এফআইআর দায়ের করেন।

এফআইআরে হুমকিদাতার নাম উল্লেখ করা হয়েছে ‘রাজপুত সিন্দার’ হিসেবে। তিনি ই-মেইলের মাধ্যমে হুমকি দিয়ে বলেন, এক কোটি টাকা না দিলে শামির প্রাণনাশ ঘটানো হবে।

এফআইআরটি ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ধারা ৩০৮(৪), এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ধারা ৬৬ডি ও ৬৬ই এর অধীনে রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্ত করতে সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন।

এবারের আইপিএলে মোহাম্মদ শামি পুরোপুরি নিষ্প্রভ। খুবই বাজে পারফরম্যান্স করছিলেন। ৯ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নিলেন মাত্র ৬ উইকেট। যদিও এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তখন। নিয়েছিলেন ৯ উইকেট। এর মধ্যে দুবাইতে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

প্রকাশের সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার পর যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে তখন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পাঠানো হয়েছিলো। এবার একই ধরনের হত্যার হুমকি পেলেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। শুধু তাই নয়, হুমকিদাতা শামির কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণও দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ মে) পাঠানো সেই ই-মেইলটি পায় শামির পরিবার। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে আমরোহা জেলার পুলিশ সুপারের কাছে জানানো হয়। পুলিশ সুপারের নির্দেশে শামির ভাই হাসিব আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় সোমবার (৫ মে) একটি এফআইআর দায়ের করেন।

এফআইআরে হুমকিদাতার নাম উল্লেখ করা হয়েছে ‘রাজপুত সিন্দার’ হিসেবে। তিনি ই-মেইলের মাধ্যমে হুমকি দিয়ে বলেন, এক কোটি টাকা না দিলে শামির প্রাণনাশ ঘটানো হবে।

এফআইআরটি ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ধারা ৩০৮(৪), এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ধারা ৬৬ডি ও ৬৬ই এর অধীনে রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্ত করতে সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন।

এবারের আইপিএলে মোহাম্মদ শামি পুরোপুরি নিষ্প্রভ। খুবই বাজে পারফরম্যান্স করছিলেন। ৯ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নিলেন মাত্র ৬ উইকেট। যদিও এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তখন। নিয়েছিলেন ৯ উইকেট। এর মধ্যে দুবাইতে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।