Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভারতের ভিসা পেলেন না পরীও

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমায়। শুক্রবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ খবরে যেখানে খুশী থাকার কথা সেখানে উল্টো মন ভালো নেই পরীমণির।

কারণ হিসেবে জানা গেছে, ভিসা না পাওয়ায় ভারতে যেতে পারছেন না পরীমণি। আর এ কারণে সিনেমার প্রচারেও অংশ নিতে পারছেন না বলে মন খারাপ তার।

তাই তো সামাজিক মাধ্যমে এসে অনুরাগীদের কাছে নিজের এই আক্ষেপের কথা ভাগ করে নিলেন পরীমণি। জানালেন, কাঁটাতারের ওপারের সহ শিল্পীদেরও খুব ‘মিস’ করছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।

পরীমণি উল্লেখ করেন, ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতা- কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।

সবশেষ পরী লেখেন, কলকাতা আমি যেতে পারিনি। কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন শুক্রবার (১৭ জানুয়ারি) আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।

এর আগে ‘ফেলুবক্সী’র টিজারে ব্যাপকভাবে দর্শকদের নজর কাড়েন পরীমণি। ট্রেলার দেখেই আঁচ পাওয়া যায়, রহস্যে ঘেরা গল্পে পরীর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তিনটি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট। আর প্রতিটি হত্যাকাণ্ডই একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আর সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে কি পরীর হাত রয়েছে কী না, তা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

এবার ভারতের ভিসা পেলেন না পরীও

প্রকাশের সময় : ১০:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমায়। শুক্রবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ খবরে যেখানে খুশী থাকার কথা সেখানে উল্টো মন ভালো নেই পরীমণির।

কারণ হিসেবে জানা গেছে, ভিসা না পাওয়ায় ভারতে যেতে পারছেন না পরীমণি। আর এ কারণে সিনেমার প্রচারেও অংশ নিতে পারছেন না বলে মন খারাপ তার।

তাই তো সামাজিক মাধ্যমে এসে অনুরাগীদের কাছে নিজের এই আক্ষেপের কথা ভাগ করে নিলেন পরীমণি। জানালেন, কাঁটাতারের ওপারের সহ শিল্পীদেরও খুব ‘মিস’ করছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।

পরীমণি উল্লেখ করেন, ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতা- কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।

সবশেষ পরী লেখেন, কলকাতা আমি যেতে পারিনি। কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন শুক্রবার (১৭ জানুয়ারি) আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।

এর আগে ‘ফেলুবক্সী’র টিজারে ব্যাপকভাবে দর্শকদের নজর কাড়েন পরীমণি। ট্রেলার দেখেই আঁচ পাওয়া যায়, রহস্যে ঘেরা গল্পে পরীর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তিনটি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট। আর প্রতিটি হত্যাকাণ্ডই একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আর সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে কি পরীর হাত রয়েছে কী না, তা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।