ফেনী জেলা প্রতিনিধি :
খুলনা রেলস্টেশন ও কমলাপুর রেলস্টেশনের পর এবার ফেনী বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার পর হঠাৎ ফেনী বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে এ লেখাটি দেখে হতবাক হন মুসল্লি ও পথচারীরা। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেয়া হয়। এ ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বড় জামে মসজিদের মুসল্লি আবুল হোসেন জানান, মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। সোমবার যোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই মসজিদের দেয়ালের সঙ্গে লাগানো বড় আকারের ওই এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ লেখাটি ভেসে ওঠে। বিষয়টি জানার পর মুহূর্তেই মসজিদের সামনে শত মুসল্লি ও পথচারী জড়ো হয়। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
মসজিদের নিকটবর্তী মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী জানান, মসজিদের কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। পূর্বের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক। আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। প্রাক্তন কমিটির কতিপয় সদস্য খোলস পাল্টিয়ে মুসল্লিদের সঙ্গে একাকার হয়ে রয়েছেন। কেউ ষড়যন্ত্রমূলকভাবে গন্ডগোল লাগাতে এ ধরনের কাজ করেছে। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখনও বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন তারা ধর্মীয় বিশৃঙ্খলা তৈরির অপতৎপরতা শুরু করেছে। জনগণ আর কখনোই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ বাংলার মাটিতে জায়গা দেবে না।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বড় মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনাটি জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির হোসেন নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করা হবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি।
এর আগে, গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।
এরও আগে, ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।