বিনোদন ডেস্ক :
অশ্লীল-উদ্ভট পোশাক পরার কারণে ক্রমাগত বিতর্কের মুখে পড়েছেন উরফি জাভেদ। একের পর এক ট্রল হয়েছে তাকে নিয়ে। মামালাও হয়েছে তার বিরুদ্ধে। যদিও সেসব নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি। বরং পাল্লা দিয়ে আরও বেশি অশ্লীল পোশাক পরিধান করে সবার সামনে এসেছেন।
তবে এবার সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছেন উরফি। মানুষের ভর্ৎসনা নিতে পারছেন না! ফলে এখন থেকে আর রুচিহীন পোশাক পরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক মাধ্যমে সেটা জানিয়েও দিয়েছেন।
টুইটে উরফি লিখেছেন, আমি ক্ষমা চাইছি মানুষের মনে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এবার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্যরকম পোশাক পরব। মাফ চাইছি সবার কাছে।
এর আগে ছকভাঙা পোশাকের কারণে হুমকি, এফআইআরসহ অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে তাকে। দিন কয়েক আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দকদের, তারই এমন সুরবদলে কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে।
উরফির এই সিদ্ধান্তে খানিকটা অবাক নেটিজেনরা। তবে তার এই টুইট বিশ্বাস করছেন না তারা। তারা এটিকে ‘এপ্রিল ফুল’ মনে করছেন।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।
বিনোদন ডেস্ক 

























