ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও এ ধর্মের সর্বোচ্চ সম্মানিত শেষনবী হযরত মুহাম্মদ (সা.)- কে অপমানের অভিযোগ উঠেছে।
সেই থেকে ফ্রান্সের বিরুদ্ধে উত্তাল মুসলিম বিশ্ব। ইতোমধ্যে বিশে^র বেশ কয়েকটি দেশ ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতিও ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
বিশ্বের অনেক তারকা ফরাসি পণ্য বর্জন করে অন্যদেরকে উৎসাহিত করছেন। এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।
আরও পড়ুন : নায়িকা কাজল আগরওয়ালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।
এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন ফারিয়া। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার। অনেকে সে পোস্টে ‘হাহা’ রিয়্যাক্টও দিয়েছেন।