বিনোদন ডেস্ক :
শাস্ত্রীয় সংগীতের অন্যতম শিল্পী ওস্তাদ রশীদ খানের মৃত্যুর পর আরও এক গানের নক্ষত্রের প্রয়াণ ঘটেছে। এবার চলে গেছেন শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ড. প্রভা আত্রে।
শনিবার (১৩ জানুয়ারি) কিরানা ঘরানার প্রবীণ শাস্ত্রীয় সংগীতশিল্পী প্রভা আত্রে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পুনেতে নিজ বাড়িতে শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন প্রভা আত্রে। শিল্পীর সাড়া না পেয়ে তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার মুম্বাইতে তার অনুষ্ঠান করার কথা ছিল।
ভারতে ভীমসেন যোশীর পর কিরানা ঘরানার শাস্ত্রীয় সংগীতে প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সংগীতের ক্ষেত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৯০ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। তিনি ২০২২ সালে তিনি পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। প্রভা আত্রে সংগীতের ওপর অনেক বইও লিখেছেন।
জানা গেছে, প্রভা আত্রের পরিবারের সবাই প্রায় যুক্তরাষ্ট্রে থাকেন। তারা দেশে আসার পর আগামী মঙ্গলবার, ১৬ জানুয়ারি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
শিল্পী ডা. প্রভা আত্রের ঝুলিতে রয়েছে, রত্না পুরস্কার, হাফিজ আলি খান পুরস্কারও। পাশাপাশি তিনি গ্লোবাল অ্যাকশন ক্লাব ইন্টারন্যাশনাল স্বীকৃতি লাভ করেছেন।
প্রভা আত্রে হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় তার বিশেষ অবদান ছিল। আট বছর বয়সে গান গাওয়া শুরু করেন এ শিল্পী।
শুধু তাই নয়, প্রভা স্বরঙ্গিনী এবং স্বরঞ্জনীর মতো সংগীত রচনার উপর বই লিখেছিলেন। বিজ্ঞান ও আইনে স্নাতক হওয়ার পর প্রভা আত্রে সংগীতেও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।