Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এবার ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে প্রায় ৬০ কোটি টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র ঈদুল আজহার ছুটিতে সর্বাধিক যানবাহন চলাচলের পরিপ্রেক্ষিতে পদ্মা ও যমুনা সেতুতে পৌনে ৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে।

সেতু বিভাগের সচিব এম আব্দুর রউফ রোববার (১৫ জুন) এ তথ্য জানান। তিনি বলেন, ঈদুল আজহার ছুটিতে পদ্মা ও যমুনা সেতু পারাপারের ক্ষেত্রে সর্বাধিক যানবাহন দেখা গেছে। এ সময়ে দুই সেতুতে মোট ৫৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকার টোল আদায় হয়।

এবার দ্রুত টোল আদায় হয়েছে বলে জানান সচিব। এ জন্য ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) পদ্ধতিও ব্যবহার করা হয়।

সচিব বলেন, সেতু পারাপারের সময় কমানোর লক্ষ্যে সেতুগুলোতে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) পদ্ধতি চালু করা হয়েছে।

যানবাহন পারাপার আরও গতিশিীল করতে আরও উদ্যোগের কথাও জানান সচিব। বলেন, ‘আমরা ছয়টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, যাতে যানবাহনগুলো অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করে দ্রুত সেতু পার হতে পারে।’

এবার ঈদের ছুটিতে গত ৫ জুন পদ্মা ও যমুনা সেতু তাদের সর্বোচ্চ দৈনিক টোল সংগ্রহ ও যানবাহন পারাপারের রেকর্ড করে।

এদিন পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় করে। একই দিনে যমুনা সেতু থেকে আদায় হয় ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকার টোল।

৫ জুন যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন এবং পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

এবার ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে প্রায় ৬০ কোটি টাকার টোল আদায়

প্রকাশের সময় : ০৬:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র ঈদুল আজহার ছুটিতে সর্বাধিক যানবাহন চলাচলের পরিপ্রেক্ষিতে পদ্মা ও যমুনা সেতুতে পৌনে ৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে।

সেতু বিভাগের সচিব এম আব্দুর রউফ রোববার (১৫ জুন) এ তথ্য জানান। তিনি বলেন, ঈদুল আজহার ছুটিতে পদ্মা ও যমুনা সেতু পারাপারের ক্ষেত্রে সর্বাধিক যানবাহন দেখা গেছে। এ সময়ে দুই সেতুতে মোট ৫৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকার টোল আদায় হয়।

এবার দ্রুত টোল আদায় হয়েছে বলে জানান সচিব। এ জন্য ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) পদ্ধতিও ব্যবহার করা হয়।

সচিব বলেন, সেতু পারাপারের সময় কমানোর লক্ষ্যে সেতুগুলোতে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) পদ্ধতি চালু করা হয়েছে।

যানবাহন পারাপার আরও গতিশিীল করতে আরও উদ্যোগের কথাও জানান সচিব। বলেন, ‘আমরা ছয়টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, যাতে যানবাহনগুলো অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করে দ্রুত সেতু পার হতে পারে।’

এবার ঈদের ছুটিতে গত ৫ জুন পদ্মা ও যমুনা সেতু তাদের সর্বোচ্চ দৈনিক টোল সংগ্রহ ও যানবাহন পারাপারের রেকর্ড করে।

এদিন পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় করে। একই দিনে যমুনা সেতু থেকে আদায় হয় ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকার টোল।

৫ জুন যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন এবং পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়।