Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরুর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : 

এপ্রিলের শুরুর দিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর ফলে আগামী ১০ এপ্রিলের পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হতে পারে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন।

প্রকল্প পরিচালক জানান, গত বছরের ৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই কাজ শেষ হওয়ার কথা ছিল গত ৩ মার্চ তারিখে। কিন্তু তা হয়নি।

তিনি বলেন, আমরা বলেছি তিন মাসের মধ্যে কাজ শেষ করতে। ওরা (ঠিকাদার) ৯ মাস সময় চেয়েছিল। কিন্তু নয় মাস অনেক বেশি সময়। তারপরে তারা বলেছিল সাড়ে তিন মাসের মধ্যে কাজ শেষ করবে। সাড়ে তিন মাস পার হয়ে গেছে ঠিকই, এখন ওরা বলেছে চার মাস সময় লাগবে। তার মানে এপ্রিলের শুরুর দিকে কাজ শেষ হয়ে যাবে। এপ্রিলের ১০ তারিখের মধ্যে আমরা লাইন ছেড়ে দিতে পারব। এরপরই ওই পথে ট্রেন চালানো যাবে।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ রটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ে।

প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এক জোড়া ডেমুসহ মোট ৯ জোড়া ট্রেন চলাচল করতো।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরুর সম্ভাবনা

প্রকাশের সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

এপ্রিলের শুরুর দিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর ফলে আগামী ১০ এপ্রিলের পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হতে পারে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন।

প্রকল্প পরিচালক জানান, গত বছরের ৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই কাজ শেষ হওয়ার কথা ছিল গত ৩ মার্চ তারিখে। কিন্তু তা হয়নি।

তিনি বলেন, আমরা বলেছি তিন মাসের মধ্যে কাজ শেষ করতে। ওরা (ঠিকাদার) ৯ মাস সময় চেয়েছিল। কিন্তু নয় মাস অনেক বেশি সময়। তারপরে তারা বলেছিল সাড়ে তিন মাসের মধ্যে কাজ শেষ করবে। সাড়ে তিন মাস পার হয়ে গেছে ঠিকই, এখন ওরা বলেছে চার মাস সময় লাগবে। তার মানে এপ্রিলের শুরুর দিকে কাজ শেষ হয়ে যাবে। এপ্রিলের ১০ তারিখের মধ্যে আমরা লাইন ছেড়ে দিতে পারব। এরপরই ওই পথে ট্রেন চালানো যাবে।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ রটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ে।

প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এক জোড়া ডেমুসহ মোট ৯ জোড়া ট্রেন চলাচল করতো।