নিজস্ব প্রতিবেদক :
তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টা ৪৬ মিনিটে খালেদ সাইফুল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’ চিঠিতে তিনি আর কিছুই লেখেননি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার বিকালে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এই আলোচনা চূড়ান্ত হলে আগের দিন এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। ঢাকা-৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।
এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তাসনিম জারা।
স্বতন্ত্র প্রার্থিতার জন্য স্বাক্ষর সংগ্রহ ও মনোনয়নপত্র জমার প্রক্রিয়ায় তাসনিম জারার সঙ্গেই ছিলেন খালেদ সাইফুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন।
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতাকে ঘিরে এখন পর্যন্ত তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহসহ অন্তত আটজন নেতা দল ছাড়লেন। পাশাপাশি আরও অন্তত পাঁচজন নেত্রী এ বিষয়ে প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে দুজন এনসিপির মনোনীত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 














