Dhaka রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না : নজরুল ইসলাম খান

প্রতিবেদক :

এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি আমরা কমিশনের সামনে তুলে ধরেছি এবং এ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।

তিনি বলেন, উন্নয়ন, সমৃদ্ধি সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ। কিন্তু এর অপব্যবহার সমাজ, সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্য ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা রাখে। ইসি, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলির নিজস্ব মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আও সক্রিয় হবেন বলে তারা বলেছেন। আমরা বলেছি এটা বন্ধ করার প্রক্রিয়া সময়সাপেক্ষ। কিন্তু যদি খুব দ্রুত ফ্যাক্টচেক করে ফেক বিষয় চিহ্নিত করেন, তাহলে নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে। শুধু ভদ্রসম্মত কাজে তো হয় না। সেজন্য যারা এসব কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

নজরুল ইসলাম খান বলেন, আমি তো দলের প্রথম থেকেই আছি, নিজেকে ত্যাগী বলেই দাবি করি। কিন্তু আমি তো মনোনয়ন চাইনি, ত্যাগীরা সবার আগে দলের স্বার্থ এবং দেশের স্বার্থ দেখে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে সন্তানেরও আয়করের হিসাব দেওয়ার বিষয়টি রাখা হয়েছে। যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন।

অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স দেন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি এবং কথা বললাম। প্রধান নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা বোঝাতে চেয়েছেন নির্ভরশীল সন্তানদের বুঝিয়েছেন। তারা এর ব্যাখ্যা দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান।

মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না।

‘জামায়াতে ইসলামী ৩ জানুয়ারি সমাবেশ ডেকেছে, এটা নিয়ে আলোচনা করেছেন?’ জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝি, নির্বাচনী প্রচারণা এখন বন্ধ। যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ নেই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় কিনা এটা তারা আর নির্বাচন কমিশন বুঝবে।

শরিক দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতা চূড়ান্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, শেষ দিন পর্যন্ত কোনো কিছুই কি চূড়ান্ত হয়?

‘শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জামায়াতের জোট হচ্ছে, এই বিষয়টা বিএনপি কীভাবে দেখছে’, জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে হিসেবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার ঘোষিত আদর্শ অনুযায়ী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম, তাদের এই ভাবনায় দ্বিমত পোষণ করে অনেক নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা বোধ হয় যাচ্ছে না। যাই হোক এটা তাদের ব্যাপার।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই জায়গা থেকে নির্বাচনের মনোনয়নপত্র তুলেছেন। তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন?’ জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, বগুড়া থেকে করছেন এটা নিশ্চিত। ঢাকায় করছেন কিনা এটা আমাদের দলের পক্ষ থেকে জানালে জানতে পারবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার হোসেন

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না : নজরুল ইসলাম খান

প্রকাশের সময় : ০৪:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রতিবেদক :

এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি আমরা কমিশনের সামনে তুলে ধরেছি এবং এ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।

তিনি বলেন, উন্নয়ন, সমৃদ্ধি সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ। কিন্তু এর অপব্যবহার সমাজ, সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্য ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা রাখে। ইসি, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলির নিজস্ব মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আও সক্রিয় হবেন বলে তারা বলেছেন। আমরা বলেছি এটা বন্ধ করার প্রক্রিয়া সময়সাপেক্ষ। কিন্তু যদি খুব দ্রুত ফ্যাক্টচেক করে ফেক বিষয় চিহ্নিত করেন, তাহলে নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে। শুধু ভদ্রসম্মত কাজে তো হয় না। সেজন্য যারা এসব কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

নজরুল ইসলাম খান বলেন, আমি তো দলের প্রথম থেকেই আছি, নিজেকে ত্যাগী বলেই দাবি করি। কিন্তু আমি তো মনোনয়ন চাইনি, ত্যাগীরা সবার আগে দলের স্বার্থ এবং দেশের স্বার্থ দেখে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে সন্তানেরও আয়করের হিসাব দেওয়ার বিষয়টি রাখা হয়েছে। যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন।

অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স দেন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি এবং কথা বললাম। প্রধান নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা বোঝাতে চেয়েছেন নির্ভরশীল সন্তানদের বুঝিয়েছেন। তারা এর ব্যাখ্যা দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান।

মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না।

‘জামায়াতে ইসলামী ৩ জানুয়ারি সমাবেশ ডেকেছে, এটা নিয়ে আলোচনা করেছেন?’ জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝি, নির্বাচনী প্রচারণা এখন বন্ধ। যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ নেই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় কিনা এটা তারা আর নির্বাচন কমিশন বুঝবে।

শরিক দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতা চূড়ান্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, শেষ দিন পর্যন্ত কোনো কিছুই কি চূড়ান্ত হয়?

‘শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জামায়াতের জোট হচ্ছে, এই বিষয়টা বিএনপি কীভাবে দেখছে’, জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে হিসেবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার ঘোষিত আদর্শ অনুযায়ী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম, তাদের এই ভাবনায় দ্বিমত পোষণ করে অনেক নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা বোধ হয় যাচ্ছে না। যাই হোক এটা তাদের ব্যাপার।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই জায়গা থেকে নির্বাচনের মনোনয়নপত্র তুলেছেন। তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন?’ জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, বগুড়া থেকে করছেন এটা নিশ্চিত। ঢাকায় করছেন কিনা এটা আমাদের দলের পক্ষ থেকে জানালে জানতে পারবেন।