Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এখন শুধু মানুষ একটা ভোট দিতে চায় : ফজলুর রহমান

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ১৮ সালে শেখ হাসিনা তার বাপের নামে শপথ করে বলছে, ফেয়ার ইলেকশন দিবো। কিন্তু ইলেকশনের দিন দেখা গেলো, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাতের এমপি বানাইলো। আর ২৪ সনে ‘আমি আর ডামি’র ইলেকশন হলো।

বুধবার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, আগামী শুক্রবার লন্ডনে মুহাম্মদ ইউনূস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করবো, মুহাম্মদ ইউনূস সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করবো, তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না।

ফজলুর রহমান বলেন, আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।

বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে বিকেল সাড়ে ৪টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতা-কর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

এখন শুধু মানুষ একটা ভোট দিতে চায় : ফজলুর রহমান

প্রকাশের সময় : ১১:২৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ১৮ সালে শেখ হাসিনা তার বাপের নামে শপথ করে বলছে, ফেয়ার ইলেকশন দিবো। কিন্তু ইলেকশনের দিন দেখা গেলো, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাতের এমপি বানাইলো। আর ২৪ সনে ‘আমি আর ডামি’র ইলেকশন হলো।

বুধবার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, আগামী শুক্রবার লন্ডনে মুহাম্মদ ইউনূস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করবো, মুহাম্মদ ইউনূস সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করবো, তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না।

ফজলুর রহমান বলেন, আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।

বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে বিকেল সাড়ে ৪টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতা-কর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ।