নিজস্ব প্রতিবেদক :
সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করা বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে বন্ধের পর আবার চালু হতে যাচ্ছে। এছাড়াও টিকিটে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তারা।
বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজু রহমান বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আগামী বুধবার থেকে ফ্লাইট কার্যক্রম শুরু করছি
আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সাময়িক বিরতির সময় আমরা আমাদের যাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন এবং উৎসাহ পেয়েছি।
তিনি বলেন, আমরা সর্বদা উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা সবাইকে আবার নভোএয়ারের ফ্লাইট স্বাগত জানাতে পেরে আনন্দিত।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সময় VQWEBAPP প্রোমো কোড ব্যবহার করে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা। নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয়ের মাধ্যমে এখন টিকিট পাওয়া যাচ্ছে।