স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে টানা চার জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে ইতিহাসসেরা অবস্থানে এসেছিল পাকিস্তান। প্রথমবারের মতো শীর্ষে ওঠে আসে বাবর আজমরা। তবে তাদের রাজত্ব টিকল কেবল ৪৮ ঘণ্টা। রোববার (৭ মে) সিরিজের ৫ম তথা শেষ ম্যাচে কিউইদের কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ের এক থেকে আগের অবস্থান তিনে নেমে গেছে স্বাগতিক দলটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। হ্যাটট্রিক জয়ে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে ওঠে আসে তারা। এরপর টানা চার জয়ে ১১৩ রেটিং নিয়ে শীর্ষে আসে বাবর আজমরা। তবে দুই ও তিনে থাকা অস্টেলিয়া ও ভারতের রেটিংও ছিল ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে জায়গা পায় পাকিস্তান। আর তাই র্যাঙ্কিংয়ে রাজত্ব পাকাপোক্ত করতে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। তবে এদিন ৪৭ রানে হেরে গেছে পাকিস্তান। নিজের শততম ম্যাচ রাঙাতে পারলেন না বাবর আজম। যদিও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারাই।
পাকিস্তানের কাছে রাজত্ব হারানো অস্ট্রেলিয়া আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় তারা। অন্যদিকে, সমান রেটিং নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে ভারত। এছাড়া ১১২ রেটিং নিয়ে তিনে অবনমন হয়েছে বাবরদের।
রোববার (৭ মে) করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৯৯ রান তুলে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৬.১ ওভারে ২৫২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ৪৭ রানের ব্যবধানে জয়ের সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বাঁচলো টম ল্যাথামের দল। সিরিজ শেষ হলো ৪-১ ব্যবধানে।
নিউজিল্যান্ডের করা ২৯৯ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ৫২ রানে হারায় তিন উইকেট। ৭ রান করে আউট হন শান মাসুদ, ১ রান করে বিদায় নেন আগের ম্যাচে সেঞ্চুরি করা বাবর আজম। চার নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ রিজওয়ান ১৫ বল খেলে ৯ রান করে বিদায় নেন।
দলীয় ৬৬ রানের মাথায় আউট হয়ে যান ওপেনার ফাখর জামানও। এই সিরিজে দারুণ ছন্দে ছিলেন ফাখর। ৬৪ বল খেলে তিনি করেন ৩৩ রান। তবে পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন আগা সালমান এবং ইফতিখার আহমেদ। এই দু’জনের ব্যাটে ৯৭ রানের জুটি গড়ে ওঠে।
তবে হেনরি শিপলির বলে ভেঙে যায় পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখানো জুটিটি। ৫৭ বলে ৫৭ রান করে শিপলির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আগা সালমান। এরপরের ব্যাটাররা ইফতিখার আহমেদকে ভালো সঙ্গ দিতে পারেননি। শাদাব খান ১৪ বলে ১৪ এবং উসামা মির ১৫ বলে করেন ২০ রান।
তবে বোলারদের সাঁড়াসি বোলিংয়ের ওপর ভর করে কিউইরা মাত্র ২৫২ রানে অলআউট করে দেয় পাকিস্তানকে। হেনরি শিপলি ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। রাচিন রবিন্দ্র ৬৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি এবং ইশ সোদি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের টপ অর্ডার বেশ দৃঢ়তার পরিচয় দেয়। উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, টম ল্যাথাম, মার্ক চাপম্যানরা ব্যাট হাতে অবদান রাখার কারণে ২৯৯ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
৯১ বলে সর্বোচ্চ ৮৭ রান করেন ওপেনার উইল ইয়ং। ৮টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারেন তিনি। ২২ বলে ১৫ রান করেন টম ব্লান্ডেল। ৩০ বলে ২৩ রান করেন হেনরি নিকোলস। ৫৮ বলে ৫৯ রান করে আউট হন অধিনায়ক টম ল্যাথাম। ৩৩ বলে ৪৩ রান করেন মার্ক চাপম্যান। কোল ম্যাকোচিন ২৫ বলে ২৬ এবং রাচিন রবিন্দ্র ২০ বলে করেন ২৮ রান।
পাকিস্তানের হয়ে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ২টি করে উইকেট নেন উসামা মির এবং শাদাব খান। ১টি করে উইকেট নেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম।