স্পোর্টস ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচেও ক্যারিবীয়দের হারালো অসিরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তারা।
রোববার (৪ ফেব্রুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭৫ অলআউট গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছে ৮৩ রানের বড় ব্যবধানে।
অজিদের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার ব্যাটারদের কেউই করতে পারেননি বড় স্কোর। কিয়েসি কার্টি খেলেন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। এদিকে অজিদের হয়ে ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন শন অ্যাবট।
দলীয় ১০৮ রানে ৫১ বলে ৪০ রান করে কার্টি আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪৩ ওভার ৩ বলে ১৭৫ রান অলআউট হয় ক্যারিবিয়ানরা। অজিদের পক্ষে জস হ্যাজেলউড ও অ্যাবোট নেন ৩টি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি। ব্যক্তিগত ১০ রানেই ফেরেন অভিষিক্ত ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আলজারি জোসেফের শিকার হয়েই আরেক ওপেনার জশ ইংলিস করেন মাত্র ৯ রান।
৯১ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে স্বাগতিকরা। তখন অ্যারন হার্ডিকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন ম্যাথু শর্ট। সেই জুটিতে ফাটল ধরিয়ে আবারও ক্যারিবিয়ানদের ম্যাচে ফিরিয়ে আনেন গুদাকেশ মোতি। শর্ট (৪১) ও হার্ডি (২৬) দুজনকেই নিজের শিকারে পরিণত করেন তিনি।
১৬৭ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়ার জন্য দুইশ পেরোনোই মুশকিল মনে হচ্ছিল। কিন্তু অ্যাবটের ভাবনায় ছিল অন্য কিছু। আটে নেমে ৬৩ বলে ১ চার ও ৪ ছক্কায় উপহার দেন ৬৯ রানের দারুণ এক ইনিংস। রোমারিও শেফার্ডের বলে বোল্ড হওয়ার আগে উইল সাদারল্যান্ডের সঙ্গে অষ্টম উইকেটে ৫৭ ও অ্যাডাম জ্যাম্পাকে নিয়ে নবম উইকেটে ২৭ রানের জুটি গড়েন তিনি। ক্যারিবিয়ানদের পক্ষে গুডাকেশ মোটে নেন ৩টি উইকেট।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যানবেরায় ৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল।