নিজস্ব প্রতিবেদক :
এক ঘণ্টা পর আবারও চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চালু হয় মেট্রোরেল।
এর আগে, রাজধানীর কাজীপাড়ায় তারে ঘুড়ি আটকে যাওয়ায় দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের সার্ভিস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়হান খলিল বলেন, তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রোরেল সার্ভিস শুরু হয়েছে।
দুপুরে মতিঝিল-উত্তরামুখী মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাস কিংবা পায়ে হেঁটে গন্তব্যে যান। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েন চরম বিপদে।
যাত্রীরা বলেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এ ছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি।
এর আগে ৪ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তার আগে ২৩ জানুয়ারি কারওয়ান বাজার অংশে কেব্ল লাইনের তার আটকে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।